নিজেকে হয় নাই চেনা
প্রচুর ব্লগার ব্লগ গুলোতে
করিছে ব্লগর ব্লগর
কেউ পোষ্টায় কেউ খটকায়
করিছে ভদর ভদর
কমেন্টের পর কমেন্টাসিতেসে
এ দেয় ওরে বাশ
পোষ্ট পড়িয়া মজা পাইলেই
পড়িতেসে শত প্লাস
কোন কারনে মিজাস চড়িলে
পড়িতেসে মাইনাস
আমার দেশের রিকশাওয়ালাও
রাজনীতি ভালো বোঝে
শত পন্ডিতের এই দেশেতে
ব্লগেও রাজনীতি চলে
অতি সণ্যাসীতে গাজন নষ্ট
কথাটা অতি সত্য
বেশী পন্ডিতের ঘোরাটোপে পড়ে
দেশের রাজনীতিটাই পন্ড
লেখিতে যারা পারেনা কিছু
তারাই শুদু লিংকান
আবার কেহ ক্ষনে ক্ষনে আসি
চিল্লায়া কয় “হেল্পান”
কেউ কেউ আছে নিক খুলেছে
তাই দিতেই হবে পোষ্ট
এদিক ওদিক থাকে তাদের
শকুনের দুই চোখ
এখান থেকে ওখান থেকে
পারেনও তারা বেশ
হুট হাট করে উদয় হয়ে
কেটে পড়েন
মারিয়া কপি পেষ্ট
একই নিকের একই পোষ্টে
হয়ে গেল গরম-শরম
ক্ষনিক পরে একই নিকরে
প্লাসিতেসে লোকে চরম
কথায় কথায় একে অপরকে
মারিতেসে কত গদাম
ভাব দেখিয়া মনে হয় যেন
উহারা কতই সুঠাম
কৌতুক রসে হাসিতে হাসিতে
ফাটিতেসে কত পেট
জীবন পথের বাস্তবতার
পড়িয়া কঠিন পোষ্ট
আসু জলে ভিজে ব্যথাতুর মনে
নির্বাক লোকে বেশ
দু-চার লাইনের পোষ্ট মারিয়া
অনেকে পড়েন কাটি
মৌলিক পোষ্ট লেখেন যারা
তাদের কষ্ট হয় মাটি
এভাবেই আজ আমিও করিলাম
কঠিন ব্লগর ব্লগর
আর কিছুক্ষন করিলে কিন্তু
হইয়া যাইবে খবর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।