আমাদের কথা খুঁজে নিন

   

পায়ের ‘গুণে’ মশার কামড়

ভালো। অনেক সময় দেখা যায়, আপনার পাশের জনকে মশা কামড়াচ্ছে না অথচ আপনি মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসব বিষয় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। সম্প্রতি একদল গবেষক জানিয়েছেন, যারা পা খোলা রাখেন তাদের পায়ে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াগুলো এমন এক ধরনের গন্ধ তৈরি করে, যা মশাকে আকৃষ্ট করে।

যার পায়ে ওই ধরনের ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে মশা তাকেই বেশি কামড়ায়। গবেষকরা আরও জানান, বিশেষত যার পা বেশি অপরিষ্কার সেখানে ওই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি থাকে। সেজন্য যে কোন উপায়ে হোক পা বা শরীরের যে কোন খোলা অংশ পরিষ্কার রাখতে হবে। গবেষক দলের প্রধান নেদারল্যান্ডসের ওজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেইলস ভারহালস্ট বলেন, মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারোধক ক্রিম ব্যবহার করলে তেমন লাভ হবে না। তবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে ত্বককে ব্যাকটেরিয়ামুক্ত রাখতে পারলে মশাকে প্রতিরোধ করা সম্ভব।

গবেষকরা গাম্বিয়া, লাইবেরিয়া ও আফ্রিকায় ২০ থেকে ৬৪ বছর বয়সী ভ্রমণপিপাসুদের নিয়ে একটি গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণা প্রতিবেদনটি পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।