মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
এই একটুখানি থাকো
আঙ্গুলে গাল রাখো
চোখের ভেতর চোখ
ইটুশ কথা হোক
পায়ের ছাপে পা
কই?
কিছুই কি কাঁপছে না?
যাও, ইচ্ছে হলে যাও
দখিন ঘাটে নাও
বৈঠাখানাও ঠিক
যাবে?
জানোতো কোনদিক?
ওহ, সবই যদি জানা
কে আর করে মানা
পাল তুলে দাও নায়ে
আরিহ!
কিছু কাঁপছে বুকের বায়ে?
শেষে পায়ের ছাপেই পা।
কি?
কোথাও কি যাচ্ছো না?
উফ, একটু সরে থাকো।
আরিহ!
আজব মেয়ে!
এখন দেখি ঠোটের ভেতর
আরেকটা ঠোট আঁকো!!
-------------------------------
পায়ের ছাপে পা/ সাদাত হোসাইন
০৯.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।