আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার বন্ধুরা প্লিজ মেয়েটাকে সহযোগিতা করুন-

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে ইয়াসমিন আক্তার শান্তা তার স্বজনদের খুঁজছে। ছয় বছর বয়সে লঞ্চ দূর্ঘটনায় সে তার বাবা মা কে হারিয়েছে। হারিয়েছিলো তার স্মৃতিশক্তিও। বর্তমানে ইয়াসমিন আকতার শান্তা তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। সে তার পূর্বের কিছু তথ্য দিতে পেরেছে ।

তার দেওয়া কিছু তথ্য নিচে দেওয়া হল । বাবার নামঃ রাকিবুল হাসনাত (রকি) (সেনা কর্মকর্তা) মায়ের নামঃ ডাঃ রিয়া মুন্নী। দাদার নামঃ সাব্বির জাফর। ড্রাইভারের নামঃ জিয়া। স্কুলের নামের একাংশঃ ম্যাকসাসাইট।

ঢাকার বাসাঃ মাতব্বর বাজার,ঢাকা। গ্রামের বাড়ীঃ চাঁদপুর। স্কুলের বন্ধুর নামঃ কিরন,(বাবার নাম সুমন) এদের বাসার সামনে একটা বাঘ আছে। জন্মদিনঃ ৭ই এপ্রিল (সম্ভাব্য) হারিয়ে যাওয়ার সম্ভাব্য সময়ঃ ২০০৬ সাল। এই মেয়েটির নিকট আত্মীয়দের সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারবেন কি? যোগাযোগঃ ০১৮২০৫৩৮৮১৮ (সাহেদ), ০১৭১৩৪২৪৩৩৮(প্রনব বল) ০১৭১১৯০৬৫৮৫(বিপ্লব) # বা দিকের ছবিটি ৮ বছর বয়সের এবং ডান দিকের ছবিটি এই সময়ের ।

মেয়েটাকে নিয়ে আমার পূর্বের পোষ্ট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.