আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি প্রফেশনাল?

ভালবাসি ভালবাসব। কিভাবে বুঝবেন যে আপনি একজন প্রফেশনাল কি না? সাধারণত আমরা অনেক কাজ নিজে থেকেই করি কিন্তু বুঝি না সেটা অ্যামেচার অ্যাটিটিউডের মধ্যে পড়ে না প্রফেশনাল অ্যাটিটিউডের মধ্যে। তাই জেনে নিন আপনি আসলে কোন ধরনের? - প্রফেশনালরা কাজের সকল মাত্রা সম্পর্কে জানতে আগ্রহী। কিন্তু অ্যামেচাররা সম্ভব হলেই কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা দেখান। - প্রফেশনালরা যত্নের সাথে খোঁজার চেষ্টা করেন নিজের কাজের জন্য কী কী প্রয়োজন।

কিন্তু অ্যামেচাররা অন্যেরটা দেখে নিজের চাওয়া ঠিক করেন। - একজন প্রফেশনাল সবসময় কথা বলেন এবং পোশাক পরেন প্রফেশনালদের মতো অর্থাত্ ফরমাল পোশাক আর অফিসিয়াল কথা বার্তায় অভ্যস্ত থাকেন। অন্যদিকে অ্যামেচাররা কথাবার্তা এবং পোশাকে মোটেও সচেতন নন। - প্রফেশনালরা তার চিন্তায় এবং কাজে স্বচ্ছতা আর সহজবোধ্যতা বজায় রাখেন। অপরদিকে অ্যামেচাররা সবসময় কনফিউশন নিয়ে কাজ করেন।

- প্রফেশনালরা ভুলকে পাশ কাটিয়ে যান না। কিন্তু অ্যামেচারদের স্বভাব হলো ভুলকে লুকানো অথবা না দেখার ভান করা। - একজন প্রফেশনাল কঠিন কাজে হাত দিতে পছন্দ করেন। অ্যামেচাররা সবসময়ই কঠিন কাজ থেকে দূরে থাকেন। - প্রফেশনালরা নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পছন্দ করেন।

অ্যামেচাররা শুধু সময় গুনেই ভুল করেন না, অসমাপ্ত কাজ রেখে জটিলতারও সৃষ্টি করেন। - প্রফেশনালরা ইতিবাচক মনোভাব দেখান। কিন্তু অ্যামেচারদের কাজই হলো বিমর্ষতা, হতাশ আর নেতিবাচক মনোভাব দেখান। - প্রফেশনালদের আবেগ অনুভূতির প্রকাশ থাকে উল্লাস, উত্সাহ আর আগ্রহের মধ্য দিয়ে। আর অ্যামেচাররা আবেগের সবচেয়ে নিচু অবস্থায় থাকে।

যেমন, রাগ, উদ্বেগ, ভীতি, সংকটাপন্ন। - প্রফেশনালরা তার কাজের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত থামে না। অ্যামেচাররা তাদের প্রথম সুযোগটাই নষ্ট করে। - প্রফেশনালরা আকাঙ্ক্ষার বেশি কাজের আউটপুট বের করতে সক্ষম। অন্যদিকে অ্যামেচাররা প্রয়োজনের অতিরিক্ত কাজে হাত দেন না।

- মানসম্পন্ন কাজের হোতা হলো প্রফেশনালরা। নিচু মানের সেবা তৈরি করতে অভ্যস্ত অ্যামেচাররা। - প্রফেশনালরা বেশি আয় করার ক্ষমতা রাখে এবং তারা কাজের স্বীকৃতি পায়। কিন্তু অ্যামেচাররা কম আয় করে এবং মনে মনে চিন্তা করে তাকে মূল্যায়ন করা হচ্ছে না। - প্রফেশনালদের ভবিষ্যত সবসময়ই উজ্জ্বল।

আর অ্যামেচাররা প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করে থাকে। এই বিষয়গুলোই একজন প্রফেশনাল বা পেশাদার ব্যক্তির পরিচয় বহন করে থাকে। আপনি যদি এ বিষয়গুলি নিজের মধ্যে খুঁজে পান, তাহলে নিঃসন্দেহে আপনি একজন প্রফেশনাল। আর যদি তা না হয় তাহলে ভাবুন, কেন অ্যামেচার হয়ে ক্যারিয়ার জীবনকে অবনতির দিকে ঠেলে দেবেন। বর্তমান এ লাগামহীন প্রতিযোগিতার বাজারে নিজেকে মানিয়ে নিতে এ মুহূর্ত থেকে নিজেকে ছকে সাজান আর হয়ে উঠুন একজন প্রফেশনাল, লাভ করুন কাঙ্ক্ষিত সাফল্য।

Source: ittefaq ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.