তথ্য-প্রযুক্তিবিষয়ক অন্যতম প্রতিষ্ঠান ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি [ডিআইআইটি] আইটি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের আত্দকর্ম উপযোগী হিসেবে গড়ে তুলছে। ঢাকার লেকসার্কাস কলাবাগানস্থ এ প্রতিষ্ঠানে মার্চ ২০১৪ সেশনে এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রাম যেমন হার্ডওয়্যার ও নেটওয়ার্ক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, থ্রিডি এনিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এঙ্ েভর্তি শুরু হয়েছে। এ প্রোগ্রামগুলো ব্যবহারিক ক্লাসভিত্তিক, বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ইন্টার্নশীপ সুযোগ। এ ছাড়া উত্তীর্ণদের জন্য রয়েছে ঢাবির ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলাইন্স ও ডিআইআইটির যৌথ সনদ, নিজস্ব জব পোর্টাল jobsbd.com এর মাধ্যমে চাকরির সহায়তা প্রদান ও দরিদ্র মেধাবীদের জন্য বৃত্তি। বিস্তারিত ০১৭১-৩৪৯৩২৬৭ নম্বরে জানা যাবে। উল্লেখ্য, কর্মজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ব্যাচ। নূ্যনতম এসএসসি উত্তীর্ণরা প্রোগ্রামগুলো করতে পারবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।