দূর পাল্লার বাস ড্রাইভার হব। ছোট বেলার অনেকগুলো ইচ্ছার একটা ইচ্ছা ছিল এটা। বাস ড্রাইভারদের কত সুবিধা, ইচ্ছে হলেই এখানে সেখানে যেতে পারে। আজ এত দিন পর এসে ছোট বেলার সেই স্বপ্নটা আশংকাজনকভাবে সত্যি হয়ে যাচ্ছে।
ব্যাংকে জব করি।
কিন্তু একটা ব্যাংকের ভেতরে যে কি পরিমাণ নন ব্যাংকিং ডেস্ক আছে, আর সেগুলোর যে কত ধরণের কাজ, তা প্রচলিত ব্যাংকাররাও সবাই জানেন না বোধ করি।
আমার ডেস্কটাও এমনি একটা ডেস্ক। সারা দেশে ব্যাংকের বিভিন্ন প্রেগ্রাম হয়, ইভেন্ট হয়। উপরওয়ালারা ঠিক করেন সেসব প্রোগ্রাম। আর এগুলোর টাইমিংও হয় চমতকার!! বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার... মানে ছুটির দিনগুলো।
একেকটা প্রোগ্রাম সেট হয় আর আমার ডিপার্টমেন্টকে দৌড়াতে হয় ভেন্যুতে। আজ চিটাগাং তো কাল পঞ্চগড়, তারপরদিন খুলনা এরপর বরিশাল....
শালার জীবনটা পুরো ত্যানা ত্যানা হয়ে গেল। পার্সোনাল লাইফ আর ব্যাংক, মিলে মিশে একাকার। বন্ধু বান্ধব, পরিবার, বউ দূরেই থাকুক, নিজেকে দেওয়ার সময়টাও পাওয়া যায় না।
কি আর করা যাবে, সবই প্রফেশনাল হ্যাজার্ড।
>
এক শেয়ালের মন খুব খারাপ। তার কোন চাকরি নেই বলে শেয়ালনি সব সময় খোটা দেয়। আর শালার শেয়ালনি এমনই খাচ্চর; চাকরি বিষয়ক কথাবার্তাগুলো নিত্যদিন সে পাড়বে গভীর রাতে আবেগের মূহুর্তে।
শেয়ালের তাই মন খারাপ।
এরকম এক সন্ধ্যায় মনক্ষুণ্ন শেয়াল বনের পথে হাটছিল।
হঠাত দেখে এক ব্যাংকার হাতের গাট্টি দেওয়া ফাইলগুলো মাটিতে রেখে বসছে প্রস্রাব করতে।
শেয়াল দেখলো, মোক্ষম সুযোগ!!
ফাইলগুলো উঠিয়ে নিয়েই এক দৌড়ে সোজা শেয়ালনির সামনে উপস্থিত। দ্যাখ, চাকরি পাইছি। অফিসের সব ফাইল বাসায় নিয়ে এসেছি। আজ যদি রাতে ডিস্টার্ব করিস তো খবর আছে!!!
এদিকে ফাইল হারিয়ে ব্যাংকারের তো মাথা পাগল অবস্থা।
আর ফাইল নিল কিনা এক শেয়ালে! শেয়ালের পেছনে পেছনে ব্যাংকারও তার বাসার সামনে উপস্থিত। কিন্তু শেয়ালের চিপায় তো আর ব্যাংকার ঢুকতে পারবে না, সে তাই খুঁজে পেতে লম্বা এক লাঠি নিয়ে এসে শেয়ালের গুহার মধ্যে খোঁচাতে লাগল।
রাতের বেলা শেয়ালনি আজ চুপ চাপ। তার শেয়াল চাকরি পেয়েছে, আজ তার খুব আনন্দ। আজকের রাত মধুময় রাত।
কিন্তু মিলনের মূহুর্তে শেয়ালনি তার পশ্চাতদেশে কিসের যেন খোঁচা অনুভব করতে লাগল।
সহ্য করতে না পেরে একসময় শেয়ালনি শেয়ালকে বলল, ওগো এইটা কিসের খোঁচা?
শেয়াল ঝাড়ি মেরে বলল, চুপ থাক "---" এইটা হল প্রফেশনাল হ্যাজার্ড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।