আমাদের কথা খুঁজে নিন

   

ভালো মানুষের গল্প-১

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে। ইসলামের সত্যিকারের আদর্শ যারা নিজেদের জিবনে ধারন করে বিশ্ববাসিকে দেখিয়ে দিয়েছেল সত্যিকারের মোরালিটি-মানবতা কাকে বলে সে রকমই ১টি ঘটনা। ঃ---- এক সাহাবী নিজের একটি উট বিক্রি করার জন্য ছেলেকে বাজারে পাঠালেন কিন্তু যাবার সময় ছেলেকে নসিহত করলেন যে উটটি বিক্রি করার সময় উটের মধ্যে যে খুত/খারাবী আছে তা অবশ্যই ক্রেতাকে জানিয়ে দিবে তাতে কোন ক্রেতা উট কিনলে কিনবে না হয় উটটিকে বাড়িতে ফেরত নিয়ে আসবে। ছেলেটিও বাজারে উটটি বিক্রি করে বাবাকে টাকা দেওয়ার পর ছেলেকে প্রশ্ন করলো তুমিকি বিক্রির সময় ক্রেতাকে উটের ত্রুটির কথাগুলো বলেছিলে? কিন্তু ছেলে উট বিক্রির সময় সে কথা ভুলে যাবার কথা বললো আর তাতে বাবা বললো তাহলেত তুমিত বহুত বড় অন্যায় করে ফেলেছো। অতপর উক্ত সাহাবী তার ছেলেকে সাথে নিয়ে ক্রেতাকে খুজতে বের হলো এবং খুজতে খুজতে ক্রেতার বাড়িতে পোছিয়ে গেলো আর ক্রেতাও একজন সাহাবী ছিল তাই সেও মেহমাননের সম্মানার্থে গোস্ত দিয়ে মেহমানদারীর ব্যবস্থা করলো। খাবার পর বিক্রেতা সাহাবি বললো ভাই- আমার ছেলেকে ত ভূল করে আপনার কাছে উটের ত্রুটিসমূহ প্রকাশ না করেই উটটি বিক্রি করে অনেক বেশি অন্যায় করে ফেলেছে তাই এখন আমি আপনার কাছে উক্ত উটটির ত্রুটি সমূহ প্রকাশ করিতেছি তাতে যদি আপনি এখন উক্ত উটটি নিজের কাছে রাখতে চান তা পারেন অথবা যদি আপনি আপনার টাকা ফেরত নিতে চান তাও আমি খুশি খুশি ফেরত দিবো বলে উক্ত টাকাগুলো বের করে তার হাতে দিতে চাইলো কিন্তু ক্রেতা সাহাবী বললো তা আর দরকার নাই কারন আমি উটের সব ত্রুটি জানার পরও তা উক্ত দামে কিনতে রাজি আছি আর তাছাড়া উক্ত উটটি এখন আর আপনাকে ফেরত দেওয়া সম্ভব নয় কারণ আপনারা যখন মেহমান হয়ে আমার ঘরে আসেন তখন আপনাদের মেহমানদারি করার মতো আমার ঘরে কোনো ব্যবস্থা না থাকায় আমি আপনার কাছ হতে ক্রয়কৃত উটটিই জবাহ করি এবং আপনাদের সামনে পেশ করেছিলাম যা আপনারা এতক্ষন খাইলেন। সত্যি এটাই হলো সত্যিকারের ইসলামী জীবন-ব্যবস্থা অথচ অত্যান্ত দুঃখের বিষয় যে আজ মুসলমান দোকানদারও নিজেরদের দোকানে নোটিক টাঙ্গিয়ে রাখেঃ বিক্রিত মাল ফেরত যোগ্য নয়। অথচ বিক্রিত মাল ফেরত নেওয়ার মধ্যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। আল্লাহ আমাদের এই সমস্ত সোনালী মানুষদের অনুসরণ করার তোফিক দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.