আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাহকদের নস্যি বলে মনে করে ইসলামী ব্যাংক

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। গ্রাহকদের নস্যি বলে মনে করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সকাল থেকে হয়রান। এ বুথ থেকে ওই বুথে টাকা তোলার শত চেষ্টা করেও টাকা ওঠানো গেলো না।

এটিএম বুথের সামনে ছাগল টাইপের কিছু লোক থাকে, তারা সেখানে বসে ঝিমোয়। একবারো বলে না, এটিএম কাজ করছে না। সকালে প্রথম গেলাম শ্যামলী রিং রোড় শাখায়। সেখানকার এটিএম কাজ করলো না। আসলাম শ্যামলীতে।

তাও কাজ হলো না। জানতে চাইলে বাইরে সিকিউরিটি গার্ড বললো- এটিএম এর ব্যাটারি নষ্ট। শ্যামলী হলের নীচে আরব বাংলাদেশ ব্যাংকের বুথে গেলাম, এটার সাথে আবার ইসলামী ব্যাংকের চুক্তি আছে। তবে সেখান থেকে টাকা তুললে সার্ভিস চার্জ নামে একটা অ্যামাউন্ট কেটে রাখা হয়। তবুও টাকা তোলা দরকার, গেলাম, আগে থেকে সিকিউরিটি বললো, স্যার ইসলামী ব্যাংকের কার্ড? তাইলে কাজ হবে না।

তবুও বৃথা চেষ্টা করলাম। ইসলামী ব্যাংক থেকে যে কার্ডখানা মাস ছয়েক আগে সরবরাহ করা হয়েছে, তাহার যা ছিরি... কার্ডের ওপর দেয়া পিলাস্টিকের প্রলেপ উঠে এবড়ো থেমড়ো, যেনো এখানকার সেবার মানের জানান দিচ্ছে এই কার্ড। সেই কার্ডে শেষ পর্যন্ত টাকা তোলা গেলো না। বাধ্য হয়ে কর্জ করে দিন কাটানো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.