আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট গ্রাহকদের ভ্যাটের আওতামুক্ত রাখার সুপারিশ



সরাসরি সংসদ থেকে আসন্ন বাজেটে ইন্টারনেট গ্রাহকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখার সুপারিশ করেছে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি মোবাইল হ্যান্ডসেটের ভ্যাট সাড়ে ১২ শতাংশ কমিয়ে ২০০ (ফ্লাট চার্জ) টাকা নির্ধারণেরও সুপারিশ করা হয়েছে। এছাড়া মোবাইলের সিম কার্ডের ওপর আটশ টাকা ট্যাক্স বাতিল করার সুপারিশও করেছে স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনের কমিটির ২৭তম বৈঠকে শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিটির সভাপতি হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু বলেন, ‘‘বর্তমানে ইন্টারনেট গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট দিয়ে থাকে।

গ্রাহকদের এই ভ্যাটের আওতামুক্ত রাখা হলে ইন্টারনেট ব্যবহার বাড়বে। ” তিনি বলেন, “মোবাইল ফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ জন্যই আসন্ন বাজেটে সিম কার্ড ও হ্যান্ডসেটের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি। ’’ তিনি আরো বলেন, ‘‘সিম কার্ড আমদানির ওপর যে ভ্যাট আছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে। তাই এই ভ্যাট কমিয়ে ৬০ থেকে ৭০ টাকা ফ্লাট চার্জ নির্ধারণ করা উচিত।

’’ ইনু বলেন, ‘‘বার্ষিক ১২ হাজার কিলোমিটার প্রয়োজনের বিপরীতে খুলনার সরকারি অপটিক্যাল ফাইবার কোম্পানি আট হাজার কিলোমিটার ফাইবার উৎপাদন করতে পারে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে বিদেশ থেকে আমদানি কৃত অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক বাড়ানো উচিত। ” বর্তমানে অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক আছে তিন শতাংশ। কমিটি এটাকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করেছে। ইন্টারনেট ভিত্তিক যন্ত্রপাতির ওপর ট্যাক্স ৩১ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ ধার্য করার সুপারিশ করেছে কমিটি।

আগামী জুলাই মাসে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ল্যাপটপ বাজারজাত করবে জানিয়ে ইনুবলেন, “টেশিস প্রতিমাসে তিন মডেলের ১০ হাজার ল্যাপটপ বাজারজাত করবে। এগুলোর দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা। ” কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ আ. স. ম. ফিরোজ, মো. আব্দুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা বৈঠকে উপস্থিত ছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.