ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। ===========================================
কোর্টে ডিভোর্স কেসের মামলা চলছে। সমস্যা বাধলো ৫ বছরের বাচ্চা টাকে নিয়ে। এটা নিয়ে যখন কথা উঠলো তখন মা টা হঠাৎ দাঁড়িয়ে উঠে চিল্লিয়ে বলল
“ইয়র অনার...আমি বাচ্চাটাকে অমানুষিক পরিশ্রম আর কষ্ট সহ্য করে পৃথিবীতে এনেছি। বাচ্চা অবশ্যই আমার কাছে থাকবে।
”
বিচারক বাবা টার দিকে তাকিয়ে বলল “আপনার কি কিছু বলার আছে??”
বাবা টা কিছুক্ষণ বসে থাকলো......তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল
⇓
⇓
⇓
⇓
⇓
⇓
“ইয়োর অনার, আমি যদি আমার ATM কার্ড টা মেশিনে ঢুকিয়ে টাকা বের করে আনি, তাহলে টাকা টা কার???? আমার??? নাকি ATM মেশিনের????
==========================================
একবার এক বাঁশ ব্যবসায়ীর কাছে চান্দু ফোন করলঃ
চান্দু- বাঁশ আছে?
বাঁশ ব্যবসায়ী- জি আছে।
চান্দু- তো বাইরে রাখছোস কেন? ঢুকা তোরপিছনে!
ব্যবসায়ী তো রেগে গেল এই কথা শুনে...
আরেকদিন চান্দু ফোন করল বাঁশ ব্যবসায়ী কে
চান্দু- বাঁশ আছে?
বাঁশ ব্যবসায়ী- না নাই।
চান্দু- সব কি তোর পিছনে ঢুকায়ে ফেলছোস নাকি??
এবারও বাঁশ ব্যবসায়ী কুপোকাত, মনে মনে ভাবল পরের বার ফোন করলে উচিৎ জবাব দিব।
আরেকদিন ফোন করল চান্দু।
চান্দু- বাঁশ আছে?
বাঁশ ব্যবসায়ী- আছেও, আবার নাইও।
⇓
⇓
চান্দু- তাহলে কি বাঁশ গুলো তোর পিছনে একবার ঢুকাস, একবার বের করিস নাকি??
==========================================
পুরাতন বাংলা ফিল্ম এর ডায়ালগ ছিল "ছেড়ে দে শয়তান আমাকে ছেড়ে দে , তুই আমার দেহ পেলেও মন পাবি না"
⇓
⇓
⇓
⇓
⇓
⇓
ডিজিটাল যুগের ডায়ালগ হল "ছেড়ে দে শয়তান আমাকে ছেড়ে দে, তুই আমার দেহ পেলেও মজা পাবি না"
==========================================
নায়িকাঃ ছাড়! ছাড়! ছেড়ে দে শয়তান। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবিনা।
⇓
⇓
ভিলেন অবাক হয়ে নায়িকার দিকে তাকিয়ে বইল্লোঃ-
⇓
⇓
⇓
⇓
⇓
⇓
ভিলেনঃ আমি তোরে জোরপূর্বক ধরে এনেছি তোর মন পাওয়ার জন্য তোর এইডা ক্যান মনে হইল??
==========================================
রফিকের ৯ বাচ্চা ঘরের মধ্যে খুব চিল্লাচিল্লি করছিল। এমন সময় এক বুড়া সাধু বাবা ডান্ডা হাতে ঠক ঠক করে হেটে যাচ্ছিল।
⇓
⇓
⇓
... ঠক ঠক আওয়াজ শুনে রফিক বিরক্ত হয়ে বলল, আরে বাবা, কি ঠক ঠক শব্দ করতাছেন? ডান্ডার মাথায় একটা রাবার লাগায়া নিলেই তো এতো আওয়াজ হইতো না।
⇓
⇓
⇓
⇓
⇓
বাবাঃ হে বাছা, তুমিও যদি তোমার ডান্ডায় রাবার লাগায়া নিতা তবে তোমার ঘরেও এত আওয়াজ হইতো না!!
===========================================
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।