চাকাগুলো ঘুরে ঘুরে সাইকেল চলে যায় আজকে ফেইসবুক ঘাটাঘাটি করতে গিয়ে একটা ব্যাপার মাথায় আসলো। সার্চ দিয়ে দেখলাম প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর ফ্যান পেইজ ফেবুতে আছে কিনা? সার্চ দিতেই পেয়ে গেলাম দু'জনের ফ্যানপেইজ। দু'জনের ফ্যান পেইজের অবস্থা নিজেরাই দেখে নিন নিচের ছবি থেকে- প্রধানমন্ত্রী যদি জানতে পারেন তাঁর ফ্যান পেইজের লাইকের সঙ্খ্যা (৫৩,২১৭) বিরোধী দলীয় নেত্রীর ফ্যান পেইজের লাইকের সঙ্খ্যার (৫৭,৮৬৮) চেয়ে কম তাহলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় অচিরেই উপর মহল থেকে নির্দেশ আসবে বিরোধী দলীয় নেত্রীর ফ্যান পেইজ বন্ধ করে দেয়া হোক । এন.এস.আই-এর আশঙ্কা এই ফ্যানপেজের মাধ্যমে বেগম জিয়া যুদ্ধাপরধীদের বাচানোর অপচেষ্টা করছেন। প্রেস বিজ্ঞপ্তি আসবে "নাশকতার আশঙ্কায় কর্তৃপক্ষ বিরোধী দলীয় নেত্রীর ফ্যান পেইজ বন্ধ করে দিতে বাধ্য হল।" ফ্যান পেইজ লিঙ্কঃ শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বিঃদ্রঃ গোপন সূত্রে খবর পেলাম আমার পোস্টখানা দেখবার পরপরই প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর "গুনমুগ্ধ" ভক্তবৃন্দ উক্ত ফ্যান পেইজ দুটিতে বীর বিক্রমে "লাইক" দেয়া শুরু করেছেন। যার প্রমান ফ্যান পেইজ দুটির লাইকের পরিমাণ বৃদ্ধি। বর্তমানে ফ্যান পেইজ দুটির লাইকের সঙ্খ্যাঃ- শেখ হাসিনা (৫৩,২৪১) বেগম খালেদা জিয়া (৫৭,৮৬৮)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।