বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় খেলার প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, “আমরা তো জিতেই গিয়েছিলাম। মাত্র দুটি রান। পাকিস্তানপ্রেমী যিনি, আইএসআইয়ের টাকা খায়। না গেলেই .. ” আওয়ামী লীগ প্রধান বক্তব্যে বিরোধী নেতার নাম উচ্চারণ না করলেও গত ১৪ মার্চ বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় খালেদা জিয়াকে পাকিস্তানের স্বার্থরক্ষাকারী বলে দাবি করে তাকে পাকিস্তানে পাড়ি জমানোর পরামর্শ দেন। সেদিন খালেদার উদ্দেশ্যে হাসিনা বলেন, “পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়েছেন; ’৯১ এ খেয়েছেন, এখনো খাচ্ছেন। সেখানেই চলে যান। বাংলার মাটিকে কলুষিত করবেন না।” এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয় নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।