আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরে মুক্তিসেনারা শত্রূদের একবিন্দু ছাড়েনি

বঙ্গবন্ধু ডাক দিলেন স্বাধীনতার একদন্ড সময় ছিলো না দাঁড়াবার! হাতে-কোমরে-পিঠে নিয়ে হাতিয়ার ক’জন হারিয়েছে বলবো কি আর! একাত্তরে হাতে ছিলো বন্দুক ও গুলা গুলি। দুর্গ গড়ি ঘরে ঘরে ন’মাস মুক্তিসেনা চলে অতীব কৌশল করে। শত্রুকে বুঝতে দেয় নি শত্রুকে একবিন্দু ছাড়েও নি! যখনি শত্রুরা চোখে পড়ে মেরেছে ওদেরে কৌশল করে! কত খাল ও নদী সাঁতরেছে বিপদ সয়েছে, আঘাত হেনেছে! আগুন জ্বলেছে অন্তরে আঘাত হেনেছে শত্রুরে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে বাংগালি অস্ত্র হাতে ধরেছে! গায়ে গুলি লাগা মাত্র কি, শত্রূরা তক্ষণি মরলো কি! কাটিয়েছে শত্রূরা দুর্ভাবনায় কাটিয়েছে শত্রূরা মনের বেদনায়! ভুল করেছ শত্রূরা গণনায় তাই হয়েছে ওদের পরাজয়! অপারেশনে গিয়েছে রাত্রিরে মুক্তিসেনা বুঝতে দেয় নি শত্রূরে! দিয়েছে শত্রূরে ভীষণ ভড়কে গিয়েছে শত্রূরা অকস্মাৎ থমকে!   ন’মাস শ্রাদ্ধ হয়েছে নিদ্রার ঠিকমতো পায় নি আহার! শত্রূকে মেরেছে ডান্ডা শেষ অব্দি করেছে ঠান্ডা। বিধাতা ছিলেন অন্তরে শক্তিও দেন অসীম ভাই রে! অস্থির ছিলো মনের চিন্তায় শত্রূকে ফেলেছে বেকায়দায়! এভাবে ছিনিয়েছে দেশের বিজয় শ্রষ্ঠা ছিলেন অতীব সহায় ফলে দেশ স্বাধীন হয় একমাত্র স্রষ্ঠার দয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.