আমাদের কথা খুঁজে নিন

   

একুশ একাত্তরে



মারুফ ভাই এর দ্বিতীয় গান এটি। আমাকে দিলেন, আপনাদের কাছে কেমন লাগে তা দেখতে। উনি ব্লগার না, তাই লেখা পোস্ট করতে পারেন না। আশা করি আপনাদের উপযোক্ত মন্তব্য পাব। ধন্যবাদ একুশ একাত্তরে এখনও যে স্বপ্ন দেখি নতুন কোনো ভোরের, সব বদলের সেই দিনটি, নেই যে খুব দুরে, উঠবে জেগে কোটি জনতা, মন জাগানিয়া সুরে, প্রেরণা যে আছে চাপা, একুশ একাত্তরে বরফ লাগা বোধের দেয়াল, ভাংবে তীব্র স্লোগানে, জ্ঞানের মশাল জ্বালব ঘরে, শপথ নিলাম প্রানের। মনের আধার থাকবেনা জানি, উঠবে প্রানের জোয়ার ধুসরতায় ফির‍‍বে রং খুল‍‍লে বদ্ধ দুয়ার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।