আমাদের কথা খুঁজে নিন

   

এসেছে নতুন বলগার...

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

আজকেই প্রথম লিখলাম। ৮ মাস ধরে somewhere blog নিয়মিত পড়ে আসতেছি। অনেক কিছুই দেখছি...অনেক কিছুই শিখছি...অনেক ব্যস্ততার মাঝেও blog এ নিয়মিত visit করতে ভুলি না। অনেকের লেখা ভালো লাগে। কালপুরুষ, রাগ ইমন, চতুর্ভুজ, সন্ধাবতি, ২য় জীবনান্দ, সাইফুর, জ্বিনের বাদশা, মিরাজ, ভাঙ্গা চাদ, তৃভুজ (ভাইয়া মাফ করবেন, আমি ঐ ভাবে তৃ লিখতে পারতেসিনা ), মানুষ, সালাউদ্দিন সুমন,নুরে আলম(), অমি পিয়াল, তাজুল ইসলাম মুন্না........।

আরো অনেকেই আছে, কিন্তু এখন নাম মনে পরতেসে না যে যাই বলুক না কেনো, যতই দলবাজি হোক , যতই গালাগালি হোক, এই blog থেকে আমি অনেক কিছুই জানতে পারছি। রাজনিতি, ১৯৭১, রাজাকার,ভালোবাসা, টেকনলজি,কবিতা,সাহিত্য.....অনেক কিছু। এর চেয়ে আর বেশি কি লাগে? বাংলা লিখা অনেক কষ্ট। এইটুকুন লিখতে আমার ২০ মিনিট লাগছে। কোথাও ভুল হলে মাফ করবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.