সকালবেলা গ্রাম থেকে এক শিবিরের কর্মী দুরসম্পর্কের ভাইগ্না ফোন দিয়া কইল.... "মামা বলগার(ব্লগার) একটা ধরছে পুলিশে,এইবার এর ফাঁসি চাই ।কতবড় সাহস নবীজী কি নিয়া উল্টাপাল্টা কথা কয় ।" বিরক্ত হয়ে জিগাইলাম নাম কি? কয়, ফারাবী শফিউর রহমান ! কইলামঃ হ হ মামা ঠিকই কইছত,এই হালাও ব্লগার ,ওর বাঁইচা থাকার অধিকার নাই,তারাতারি ফাঁসির লাগি হরতাল দে ! "বুঝেন কাহিনী,রাজাকারের বাচ্চারা সারাদেশের গ্রামে গন্ঞ্জে গুজব ছড়াইছে সব ব্লগার নাস্তিক,এইবার ঠেলা সামলা" কার্টেসিঃ আল শাহরিয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।