আমি কিছু বলছিনা। তার মানে এইনা আমার কিছু বলার নেই। যে ব্লগগুলো বন্ধ তাদের ব্যাপারে আমার একটি মত হচ্ছে যদিও ব্লগগুলো হয়ত তাদের এডমিনদের পয়সাতেই চলত কিংবা তাদের স্বেচ্ছাশ্রমেই পরিচালিত হত কিন্তু সেগুলোতে শত শত ব্লগারের অনেক কষ্ট করে লেখা অনেক পোস্ট রয়েছে।
লেখাগুলো মোটেও সেইসব এডমিনদের সম্পত্তি নয় যে চাইলেই তারা সেটা বন্ধ করে দেবেন। এমনকি ব্লগগুলো বন্ধ করে দেয়ার ব্যাপারেও সাধারণ ব্লগারদের কোন মতামত নেয়া হয়েছে কিনা জানিনা।
এডমিনদের একক সিদ্ধান্তে এত এত মানুষের লেখায় তাদের নিজেদেরই প্রবেশাধিকার থাকলনা এটা মেনে নেয়া যায়না।
অন্তত সব ব্লগগুলোরই উচিৎ ছিল তাদের নিয়মিত ব্লগারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া। এখনো তাদের উচিৎ ব্লগাররা যেন তাদের পোস্টে প্রবেশাধিকার পেতে পারে তার ব্যবস্থা করা।
তা নাহলে আমরা প্রতিবাদ জানাতে গিয়ে নির্দোষ ব্লগিং কমিউনিটিরই ক্ষতি করব। কাজের কাজ কিছুই হবেনা।
এই প্রসঙ্গে আমার মনে হয় সব ব্লগগুলোরই স্পষ্ট একটি নীতিমালা থাকা উচিৎ। কোন কারণে যদি এডমিন বা ব্লগ পরিচালনা কর্তৃপক্ষ ব্লগ বন্ধ করে দিতে চান বা চালাতে অসমর্থ হন সেক্ষেত্র কীভাবে সাধারণ ব্লগাররা তাদের লেখা সংরক্ষণ করতে পারেন।
আরেকটা ব্যাপার আমি অনেক আগে থেকেই বলে আসছি ব্লগগুলোতে ব্যাক্তিগত তথ্য সম্পাদনার বা মুছে ফেলার কোন ব্যবস্থা আমি এ পর্যন্ত পাইনি। অনেকদিন আগে আমি এ ব্যাপারে এই ব্লগেই একটি প্রশ্ন করেছিলাম। যদি আমি আমার এই ব্লগ একাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল এড্রেসটি পরিবর্তন করতে চাই সেটা কীভাবে করব তা আমার জনা নেই।
আমি এর কোন উত্তরও পাইনি।
সম্প্রতি ব্লগার গ্রেফতারের ঘটনায় অনেকেই নিরপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ নিজ একাউন্ট মুছে ফেলতে চেয়েছেন। কিন্তু একাউন্ট মুছে ফেলার মত কোন সুবিধা এখানে আছে কিনা তাও আমি জানিনা।
যেহেতু আমি দেখে আসছি সামহয়্যার কর্তৃপক্ষ অন্যসব ব্লগগুলোর তুলনায় অধিকতর স্বচ্ছতার সাতে ব্লগ পরিচালনা করে আসছে আমি আশা করব তারা আমার এই পোস্টের প্রেক্ষিতে আমার প্রশ্নগুলো যথাযথ উত্তর দিবেন। সেসাথে নোটিশবোর্ড আকারে প্রদর্শন করে সকল ব্লগারকে অবহিত করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।