আমাদের কথা খুঁজে নিন

   

ওদের উচিত দেশের বিভিন্ন ব্লগগুলো দেখা

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

সরকারি দলে কত ধরনের দায়িত্বে কতজনই না আছেন। আমার মনে নতুন করে একটি নতুন নিয়োগ দেয়া দরকার। পোস্টটির কথা যদি বলে তাহলে হতে পারে ই-নোটিফাইয়ার। যাদের কাজ হবে অনলাইনের বিভিন্ন ব্লগ, সাইট ও তথ্যাদি ঘাটাঘাটি করা। আর পাওয়া তথ্যগুলো সরকারের প্রত্যেক শ্রেণীর কর্মকর্তাদের অবগত করা।

আর যাই হোক, সরকারের দেশের এক শ্রেণীর মানুষের কাছ থেকে দ্বিধায় ভুগছে এমন কিছু সমস্যার সঠিক সমাধান পাবে। তরুণরা দেশের ভবিষ্যত। আর এ তরুণদের বিশেস একটি সংখ্যা রয়েছে অনলাইনের বিভিন্ন ব্লগে এবং সাইটে। আমার তো মনে হয়, এ পোস্টটি তাৎক্ষনিক চালু করা উচিত। এতে ওনারা যেমন সচেতন হতে পারবে নতুন কিছু কর্মসংস্থানও বের হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.