প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল রিপোর্ট এখানে
অবশেষে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা দেখা গিয়েছে ক্যারিবীয়ান বিদ্ধংসী ওপেনার ক্রিস গেইলের। বোর্ডের সাথে এক CARICOM চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন গেইল।
বোর্ডের সাথে গেইলের সকল দ্বন্দের অবসান ঘটানোর জন্য গত সপ্তাহ ধরেই চেষ্টা চালিয়ে আসছিলো একটি পক্ষ। জ্যামাইকার প্রধানমন্ত্রী রালফ গঞ্জালেসকে এ ইস্যুতে চিঠি দেয় ওয়েষ্ট ইন্ডিজ বোর্ড। ক্যারিবীয় বোর্ড জানিয়েছে তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন ও সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন।
গত সোমবারই সেন্ট ভিনসেন্টে গেইল ও বোর্ডের সাথে আলোচনা হবার কথা ছিল তাদের মধ্যকার এক বছরব্যাপী দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে।
কিন্তু শেষ পর্যন্ত সে আলোচনা হয়নি। যদি তখন সেই আলোচনা হত তাহলে গেইলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান হোম সিরিজে পাওয়া যেত দলের সাথে।
এর আগে গেইল নিজেও ক্ষমা চেয়ে বোর্ডের কাছে চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজ দলের কোচ ওটিস গিবসন।
অবশ্য এখন সমস্যার সমাধান কতটা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কারন এরই মধ্যে ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জারসের হয়ে আইপিএলে মাঠে নামার জন্য চুক্তি করে ফেলেছেন গেইল। আবার আইপিএলের পর ইংল্যান্ডে টি-২০ আসরে খেলার কথা আছে তার।
মূল রিপোর্টটি এখানে
আরো পড়ুন >> টেস্ট ক্রিকেটের ১১৬ বছরের ইতিহাসে ফিল্যান্ডারের দ্রুততম ৫০ উইকেট নেবার রেকর্ড
বিপিএলের টাকা পাননি আরভিন ও কবির!
ক্রিকেটারদের বেতন ১০% বাড়ানো হয়েছে
মেসি, ম্যারাডোনার চেয়ে ভালো কিন্তু পেলের চেয়ে বেশি নয়!
অবসর নিয়ে বারবার প্রশ্ন করায় বিরক্ত শচীন
অসি-ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২-২ এ ড্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।