বাঁহাতি স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৮৮ রানে অলআউট করেছে বাংলাদেশের তরুণরা। ম্যাচ জিতে নিয়েছে ১৯৮ রানে। ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয় গেল বাংলাদেশ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। মাত্র পাঁচ রানের জন্য শতক বঞ্চিত হলেও দলকে বড় সংগ্রহের ভিতের ওপর দাড় করিয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম (৯৫)।
উইকেটরক্ষক জসিম উদ্দিন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩২, নাজমুল হোসেন ২৫ ও মেহেদি হাসান মিরাজ ২২ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের তারিক গ্যাব্রিয়েল ৫১ রানে ৩ উইকেট নেন। জবাবে ১৮.৩ ওভারেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১৭ রান সিমরন হেটমায়ার ও জেরেমি সোলোজানোর।
তিন বাঁহাতি স্পিনার যুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস ও নিহাদুজ্জামানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর উইকেট হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিক করা যুবায়ের ৭ রানে নেন তিন উইকেট। ফেরদৌস ৯ রানে তিনটি ও নিহাদ ২১ রানে ২ উইকেট নেন।
সিরিজের পরের চারটি ম্যাচ ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।