এক যুগের পুরোনো টেস্ট ইতিহাসে অন্যতম সেরা একটি দিন কাটাল আজ বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দু’দিনে ৫২৭ রানের পাহাড়ে উঠে ওয়েস্ট ইন্ডিজ যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, সেই চ্যালেঞ্জ দারুণভাবেই মোকাবিলা করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৫৫ রান নিয়ে উল্টো ওয়েস্ট ইন্ডিজের দিকেই চ্যালেঞ্জটা ঠেলে দিয়েছে টাইগাররা। নাঈম ইসলামের অনবদ্য শতরান (১০৮), সাকিব আল হাসানের ৮৯, মুশফিকুরের ৪৩ রানের পর বেলা শেষে মাহমুদউল্লাহ ও নাসির হোসেনের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি এগারো মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা দুর্দান্তই করে তুলেছে।
চা বিরতির ঠিক পরপর প্রথমে সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম ও পরে অধিনায়ক মুশফিকুর রহিমকে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।
কিন্তু দিনের শেষ ঘন্টাটি দারুণভাবেই লড়াইটাকে টেনে নিয়ে গেছেন নাসির হোসেন ও মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৪২ রানে। নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৩ রান। কাল মিরপুর টেস্টের চতুর্থ দিন এই অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাতেই মাঠে নামবে।
ওয়েস্ট ইন্ডিজের সংগৃহীত ৫২৭ রান থেকে আর মাত্র ৭২ রান দূরে রয়েছে বাংলাদেশ।
একটা সময় ফলোঅনের আশঙ্কায় থাকা বাংলাদেশের লক্ষ্য এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়া। সেই পথে বেশ ভালোভাবেই আছে মুশফিকুর রহিমের দল। অবিচ্ছিন্ন নাসির ও মাহমুদউল্লাহর পর আছেন সোহাগ গাজী। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি এই সোহাগের ব্যাট থেকে এসেছে দারুণ একটি শতরান। তবে নাসির ও মাহমুদউল্লাহর প্রতি প্রত্যাশা নিজেদের জুটিটিকে অন্তত কাল মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।
মিরপুর টেস্ট বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়েই দেখা দিয়েছে। গতকাল পুরো দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশের বোলারদের জন্য বন্ধ্যা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অবস্থা বাংলাদেশের বোলারদের মতো অতটা খারাপ না হলেও ছয়টি উইকেট তুলে নিতে তাদের যথেষ্ট পরিশ্রমই করতে হয়েছে। তাদের অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের জন্য। এটা ঠিক, বাংলাদেশের পতন হওয়া ছয়টি উইকেটেই যতটা ক্যারিবীয়দের কৃতিত্ব, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের মাসুল তারচেয়ে অনেক বেশি।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল দুই বোলার রবি রামপল ও ড্যারেন স্যামি। রামপলের দখলে গেছে ৩ উইকেট; স্যামির ঝুলিতে ২ উইকেট। ভিরাসামী পেরমেলের এক উইকেট। বহুল আলোচিত সুনীল নারাইন মিরপুর টেস্টের কথা বোধ হয় ভুলে যেতেই চাইবেন।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।