আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কিনেই ফেললাম!!

কথায় আছে ''শখের দাম লাখ টাকা"। . . . . . . . ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ইন্টারেসটিং লাগে। প্রায় চার বছর ধরে Canon এর পয়েন্ট এ্যন্ড শুট ক্যামেরা ব্যাবহার করলাম। যদিও খুব একটা দক্ষ হয়ে উঠতে পারিনি এখনো, কিন্তু আমার অনেক দিনের শখ একটা DSLR এর। তাছাড়া সামনে আমাদের ইউরোপ ট্যুর আছে।

তাই কাল একটা NIKON D5100 কিনে ফেললাম, দাম পড়ল 1250 Au$। সাথে ক্যামেরা ব্যাগ, 16 GB (class 10) মেমোরি কার্ড, এক্সট্রা ৩০০ মিলি লেন্স, ৩ বছর ওয়ারান্টি। যদিও একবারে এতো টাকা আমার জন্য একটু বেশিই বিলাসিতা হয়ে যায়, কিন্তু শখ বলে কথা। ভাই দোয়া কোরেন, যেন উহা দীর্ঘ জীবন লাভ করে। একটা কথা, কেনার সময় made in Thailand দেখে মনটা একটু খারাপ গেল।

দামা দামি হয়ে গেছে তাই দোমত না করে নিয়ে নিলাম। ভেবে ছিলাম Japan হবে, Taiwan হলেও আপত্তি ছিল না। আপনাদেরটা কোথায় তৈরী? ক্যামেরা কেসিংটা নিয়েও একটু সমস্যা হইছে। ক্যামেরাটা লেন্সসহ সোজা খাড়া ভাবে রাখলে উপরের ঢাকনাটায় লেন্সে ভালই প্রেসার পড়ে। আর শুইয়ে রাখলে দুইটা লেন্সের জায়গা হচ্ছে না।

অরিজিনাল NIKON এর কেসিংটা অনেকটা স্কুলের সাইড ব্যাগের মত, তাই ঐটা না নিয়ে অন্য একটা নিয়েছি। মনে হচ্ছে এই ব্যাগটা ছোট। আপনারা কি ধরনের কেসিং ব্যাবহার করেন, একটু জানালে ভাল হত। নিচে ক্যামেরার ২টা ছবি দিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।