আমার শততম সেঞ্চুরির রেকর্ডের সাথে মুরালি ধরনের ৮০০ উইকেটের তুলনা আমি করতে চাই না। এ ধরনের তুলনা আমি পছন্দ করি না। আমি মনে করি আন্তর্জাতিক ক্যারিয়ারে একজন ক্রিকেটারের ৮০০ উইকেট প্রাপ্তি । নি:সন্দেহে বিশাল অর্জন। শ্রীলংকার হয়ে মুথাইয়া মুরালিধরন এটা করে দেখিয়েছে।
রোববার মুম্বাইতে ক্রীড়া সাংবাদিকদের সাথে এক কথোপকথনে মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেণ্ডুলকার এসব বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে যে সকল ক্রিকেটার ভাল খেলা দেখিয়েছে এবং সাফল্য পেয়েছে তারা প্রত্যেকে নিজেদেরকে উজাড় করে দিয়েছে। প্রত্যেকে নিজ দেশকে খেলার মাধ্যমে অনেক কিছু দিয়েছে। আমি তাদের সকলের অর্জনকে সম্মান করি।
তার শততম সেঞ্চুরির রেকর্ডটি কে ভাঙ্গবে? এ প্রশ্নের উত্তরে টেণ্ডুলকার বলেন, আমি জানি না এ রেকর্ড এ মুহূর্তে কে ভাঙ্গবে ।
তবে রেকর্ড গড়ার মানে হলো রেকর্ড ভাঙ্গা। আর যদি কেউ আমার রেকর্ড ভাঙ্গে তবে সে যেনো কোনো ভারতীয় হয়। এটা আমার আশা ।
অবসর নিচ্ছেন কবে? অনেক প্রাক্তন ক্রিকেটার আপনাকে অবসর নিতে বলছে। এ প্রশ্নের উত্তরে টেণ্ডুলকার বলেন, আমি যখন মনে করবো অবসর নেয়া উচিত তখন নেবো।
কারো কথায় আমি অবসর নেব না। যারা এসব উপদেশ আজ আমাকে দিচ্ছে, তারা একদিন আমাকে দলে নিতে চায় নি। তাদের কথায় আমি খেলা শুরু করিনি। তাদের কথায় যেহেতু খেলা শুরু করিনি তাই তাদের কথায় খেলায় ইতি টানার ইচ্ছে নেই। আর এই কথাই বা এখন উঠছে কেনো?
সাংবাদিকরা টেণ্ডুলকারকে বলেন,অনেকে বলছেন আপনি শীর্ষ অবস্থায় থেকে অবসর নিলে তা হবে সম্মানের।
উত্তরে টেণ্ডুলকার বলেন, যারা এসব বলে তারা নিজেদের ক্যারিয়ারে যখন শীর্ষে অবস্থানে ছিলো, তখন কি তারা অবসর নিয়েছিলো ? না খেলা চালিয়ে যাচ্ছিলো।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে আপনি কি খেলবেন? উত্তরে টেণ্ডুলকার বলেন, এ উত্তর এই মুহূর্তে দেয়া সম্ভব নয়। তবে আমি এ সম্পর্কে এখনই কোনো ভবিষ্যৎ বাণী করতে চাই না। ২০০৭ সালেও আমাকে এমন প্রশ্ন করা হয়েছিলো । তখন আমি বলতে পারিনি।
এখনও সে অবস্থা। টেণ্ডুলকার আগামী বিশ্বকাপ ক্রিকেটে তার অংশগ্রহণ বাদ করে দেন নি। ধারণা করা হচ্ছে তিনি আগামী বিশ্বকাপ ক্রিকেটে খেলবেন।
অনেকে আপনার সম্পর্কে সুন্দর সুন্দর প্রশংসা সূচক মন্তব্য করেছে। এর মধ্যে কার প্রশংসা আপনার ভালো লাগে? উত্তরে টেণ্ডুলকার বলেন, স্যার ডন ব্রডম্যানের মন্তব্য, যখন তিনি নিজে সর্বকালের সেরা টেস্ট একাদশে আমার নাম ঘোষণা করে।
সেটি আমার কাছে সবচেয়ে প্রশংসাসূচক মনে হয়েছে। আপনার আদর্শ কে? আমার আদর্শ বাবা। তিনিই আমাকে খেলাটির প্রতি প্রেরণা দিয়ে গেছেন। সূত্র জি, টাইমস অব ইণ্ডিয়া, এনডিটিভি, পিটিআই। খবরের সূত্র এই লিংকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।