আমাদের কথা খুঁজে নিন

   

২০১৫ বিশ্বকাপে মুরালির বাজি শ্রীলঙ্কা

লঙ্কান সাবেক স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন শুধু বোলিংয়ের নন, ভবিষ্যদ্বাণীতেও দারুণ চমক দেখালেন। টি-২০ বিশ্বকাপের আগে বলেছিলেন এবার শ্রীলঙ্কা শিরোপা জিতবে। ঠিকই লঙ্কানরা বাজিমাৎ করে। এবার তিনি আরেকটি গুডলি দিয়েছেন। বলেছেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বেশ সুবিধা পাবে।

তবে শ্রীলঙ্কা বিশেষ কিছু একটা করতে পারে। মুরালিধরন বলেন, 'টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলাম এবার শ্রীলঙ্কা জিতবে। আমাদের ব্যাটিং ইউনিটটা খুবই ভালো এবং আমাদের অসাধারণ স্পিনারও রয়েছে। যারা কন্ডিশনকে কাজে লাগাতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যাশা পূরণের জন্য দলের ছেলেরা চমৎকার ক্রিকেট খেলেছে।

' দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায় প্রসঙ্গে তিনি বলেন, 'তারা গ্রেট খেলোয়াড়, কিংবদন্তি এবং মাথা উঁচু করে টি-২০ থেকে বিদায় নেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। অনেক কিছুই তারা অর্জন করেছে। কিন্তু কেবল একটা বিশ্বকাপ শিরোপাই বাকি ছিল। ' ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার সম্ভাবনা সম্পর্কে বলেন, 'আগামী বিশ্বকাপের এখনো অনেক দিন বাকি আছে। যদিও এত আগে ধারণা করাটা কঠিন।

তবে বিশ্বকাপ ভিন্নধর্মী কন্ডিশনে হলেও শ্রীলঙ্কা খুব শক্ত দল হবে বলে আমি আশা করছি। ' টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজের ব্যর্থতা সম্পর্কেও কথা বলেন তিনি। মুরালি বলেন, 'যুবরাজ একজন গ্রেট খেলোয়াড়। ফাইনাল ম্যাচের দিনটি তার ছিল না। তারপরেও তাকে যেভাবে দোষারোপ করা হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.