সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সব খবর ছাপিয়ে মুত্তিয়া মুরালিধরনের অবসরের খবরটাই ছিল সবচেয়ে আলোচিত। সর্বকালের সফলতম টেস্ট বোলার অবসর নিতে যাচ্ছেন, হইচই তাই হওয়ারই কথা। সেই সাথে আলোচনায় ছিল আরেকটা খবর। বহু রেকর্ডের মালিক মুরালি কি পারবেন প্রথম বোলার হিসাবে ৮০০ টেস্ট উইকেটের মালিক হতে? মুরালির দরকার ছিল ৮ উইকেট।
বৃষ্টির খাড়ায় পরে বারবার খেলা স্থগিত হওয়ায় বিরল এই কীর্তিকে খানিকটা অধরাই মনে হচ্ছিল।
কিন্তু দাড়িতে হলেও বল করার সুযোগ পেয়েই আবির্ভূত হয়েছেন নিজের ট্রেডমার্ক চেহারায়। ৫ উইকেট তুলে নিয়ে ৮০০ উইকেটের এভারেস্টসম মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে দাঁড়িয়ে আছেন তিনি। আর তার বিধ্বংসী বোলিংএর মুখে ফলোঅনে পরে ধুঁকছে এখন ভারত।
শুরুটা করেছিলেন সর্বকালের সবচেয়ে সফল ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে আউট করে। শচিনকে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায়ের স্মৃতিটাকে আরো সমৃদ্ধ করে রাখলেন।
এর পর একে একে ফিরিয়ে দেন ধোনি আর যুবরাজ'কে। মুরালির চিরাচরিত অফ ব্রেকের লেন্থটা বুঝতে একটু দেরি করে ফেলেছিলেন ধোনি, আর তাতেই বোল্ড হয়ে ফিরতে হয়েছে সাজ ঘরে। আর অধৈর্য যুবরাজকে ফেলেছেন ফ্লাইটের ফাঁদে। মুরালিকে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন তিনি। আর লাঞ্চের পর ফিরেই তিনি তুলে নেন ভারতের শেষ দুই উইকেট।
প্রজ্ঞান ওঝাকে জয়াবর্ধনের হাতে ক্যাচ বানিয়ে আর মিঠুনকে বোল্ড করে ক্যারিয়ারে ৬৭তম বারের মতো তুলে নিলেন ইনিংসে ৫ উইকেট।
ফলোঅনে পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে ভারত। এই খবর লেখা পর্যন্ত টেন্ডুলকার (৪২) এবং দ্রাভির (২০) এর অবদানে ভারতের রান এখন ১০২। দ্বিতীয় ইনিংসের একেবারে শুরুতেই দুই ওপেনারকে হারালেও এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের দৃঢ়তায় কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে মুরালি বল করেছেন মাত্র ৬ ওভার।
কিংবদন্তির এই বোলারের জন্য ৩ উইকেট তুলে নিয়ে ৮০০ রানের মাইলফলক ছোয়ার এখনো যথেষ্ট সময় আছে হাতে। তা যদি তিনি পারেন, গল টেস্টে জয়ের মালাটাও ওঠার কথা শ্রীলঙ্কার গলায়। নিজের বর্ণাঢ্য কেরিয়ারের বিদায় বেলাটা জয় দিয়েই যে উদযাপন করতে চাইবেন মুরালি তাতে কোন সন্দেহ নেই।
সূত্রঃবিডিস্পোর্টসনিউজডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।