২০০৭ সালের ডিসেম্বরে ওয়ার্নকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির মর্যাদা পেয়েছেন মুরালি। ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অবসরে গেছেন বলে মুরালিকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। অনেকটা আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে গেছেন শ্রীলঙ্কার এই তারকা স্পিনার।
গলে আজ থেকে শুরু হওয়া ক্যারিয়ারের শেষ টেস্টে আটটি উইকেট পেলেই ৮০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়বেন মুরালি। এই রেকর্ড গড়া হোক আর না হোক, মুরালি উইকেট শিকারের যে রেকর্ড গড়েছেন, তা কি ভাঙা সম্ভব? রেকর্ড একদিন না একদিন ভাঙবে এটাই তো স্বাভাবিক।
তবে শেন ওয়ার্নের বিশ্বাস, মুরালির রেকর্ড ভাঙা অসম্ভব! এ রেকর্ড চিরদিন টিকে থাকবে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক হেরাল্ড সানকে ওয়ার্ন বলছেন, আমি মনে করি না এটি কখনো ভাঙা সম্ভব। সাম্প্রতিক সময়ে অনেক বেশি টেস্ট খেলা হচ্ছে। তার পরও মুরালির রেকর্ড দীর্ঘ সময় ধরে টিকে থাকবে, সম্ভবত চিরদিনই।
টেস্টে মুরালির অভিষেক ১৯৯২ সালে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে মাত্র তিনটি উইকেট শিকার করতে পেরেছিলেন। যতই দিন গড়িয়েছে, ততই নিজেকে শাণিত করে ব্যাটসম্যানদের দুঃস্বপ্নে পরিণত হয়েছেন মুরালি। তবে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কের জন্ম হয়েছে বেশ কয়েকবার। বিতর্ক উঠেছে ওয়ার্নের দেশ অস্ট্রেলিয়া থেকেও।
ওয়ার্ন বলছেন, ‘মুরালির অ্যাকশন নিয়ে যে বিতর্ক হয়েছে তা অপ্রত্যাশিত। বৈজ্ঞানিক পরীক্ষায় তাঁর অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। তবে আমার মনে কখনোই মুরালির অ্যাকশন নিয়ে প্রশ্ন ছিল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।