আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ ফাইনাল: নায়ক না খলনায়ক?

পাকিস্তানকে ৫ রান জরিমানা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির স্মরণাপন্ন হয়েছে। ঘটনাটা সবার জানা। আজিজ চিমা রিয়াদকে রান গ্রহণে বাধা দিয়েছিলো। রিয়াদ ঐ রানটি নিতে পারলে ফলাফল অন্যরকম হতে পারতো। পাকিস্তানের চরিত্র এমনই।

উইকেট কিপার রশিদ লতিফ এর মাটিতে পড়া বল তুলে বাংলাদেশকে বঞ্চিত করেছিল একটি জয় থেকে। এবারও হয়তো এরকম হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটেজ পরীক্ষা করে এমন অভিযোগ করেছে আইসিসি এবং এসিসির কাছে। আর বিষয়টি নিয়ে অভিযোগ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাহলে কি পাকিস্তান ভয় পেয়েছে??? কারণ তারাও তো জানে আজিজ চিমা যা করেছে তা সঠিক ছিল না।

বাংলাদেশ ক্রিকেট খেলেই জিততে চায়, চোরামি করে নয় বা কুটনীতির মাধ্যমে নয়। তবে সাথে সাথে প্রতিবাদটি জানালে আরো ভালো হতো বলে আমার মনে হয়। এখন যদি আইসিসি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয় বা বাংলাদেশের দাবি অগ্রাহ্য করে তাহলে ক্রিকেটারদের সফলতাটি কর্মকর্তাদের কারণে ম্লান হবে। আর যদি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে তাহলে কাপটা হয়তো পাওয়া যাবে, তবে সেই আনন্দ কি ফিরে আসবে? আমি জানিনা কে কি মনে করেন। তবে অমন আচরণের কারণে পাকিস্তানিদের জরিমানা হওয়া উচিত বলেই আমি মনে করি।

আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু অভিযোগ করেছে তাই এটাকে পক্ষে আনার জন্যই কাজ করা উচিত। মাঠের কাজ ক্রিকেটাররা করেছেন এবার দেখি বিসিবি কি করে---আজিজ চিমা যিনি পাকিস্তানের জয়ের নায়ক, তাকে খলনায়ক বানাতে পারে কিনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.