আমরা সবাই বাংলাদেশ কে ভালবাসি আর ভালবাসি বাংলাদেশ ক্রিকেটকে ও । বাংলাদেশ ক্রিকেট দল বার বার ভাল করলে ও ধারাবাহিকতার নির্মম পরিহাস আমাদের পারফরমেন্স কে বরাবরই হাস্যকর ও অবঙ্গার পাত্র করে রেখেছে। কিন্তু আমাদের সোনার ছেলেরা এবার এশিয়া কাপে সেসব অহংকারীদের দর্প চুর্ণ করে দিয়েছে।হয়ত বা স্বপ্নের সে কাপ লুপে নিতে পারিনি কিন্তু যা পেরেছি তা কি কোন অংশে কম। হ্যাঁ আমরাই গালি দেই টাইগারদের বাজে পারফরমেন্সে কিন্তু সে গালাগাল যে কত ভালবাসার কতটুকু আবেগের বর্হিপ্রকাশ তা একমাত্র একজন বাংলাদেশী ক্রিকেট প্রেমী জানে।আমাদের রযেছে ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন প্রত্যাশা আর যাদের তা নেই তারা আসলেই দেশকে ভালবাসে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।