আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ নিয়ে গুঞ্জন

ওয়েস্ট ইন্ডিজের অনূধর্্ব-১৯ দল ফেরত যাওয়ার পর থেকেই গুঞ্জনটা চলছে। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ হবে তো বাংলাদেশে! টি-২০ বিশ্বকাপের জন্য হাতে অনেকটা সময় আছে। এশিয়া কাপ একেবারে দোরগোড়ায়। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। এর আগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার উন্নতি হলেই কেবল এশিয়া কাপ এবং বিশ্বকাপ এখানে অনুষ্ঠিত হবে।

তবে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এক রিপোর্টে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক উচ্চ পদস্থ কর্মকর্তার সূত্রে উল্লেখ করেছে, শ্রীলঙ্কাকে এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ কর্মকর্তা বলছেন, 'এশিয়া কাপের আগে এখনো অনেকগুলো মিটিং হবে। তবে শ্রীলঙ্কাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে যাতে টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তর করা যায়। ' এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিইও সৈয়দ আশরাফুল হক বলেছেন, 'এখনো এসিসির বৈঠকে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

' সবকিছুই অবশ্য নির্ভর করছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থার উপর। চলমান পরিস্থিতির উন্নতি হলে এখানে এশিয়া কাপ এবং টি-২০ টুর্নামেন্ট অনুষ্ঠানে কোনো বাধা থাকবে না। তবে কোনো কারণে এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত না হলে টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রেও আইসিসি হয়ত নতুন করে চিন্তা করবে!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.