ম্যাচ শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোহাগ গাজীর জায়গায় বাকি ম্যাচগুলোর জন্য অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেয়া হয়েছে।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে একাদশতম ওভারটি করতে এসে আঙ্গুলে চোট পান সোহাগ। নিজের বলে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। তিন বল করেই তিনি মাঠ ছাড়ায় অনিয়মিত স্পিনার মুমিনুল হককে দিয়ে ১০ ওভার বল করান অধিনায়ক মুশফিকুর রহিম।
এরপর হাসপাতালে সোহাগের বুড়ো আঙ্গুলে আঙ্গুলে সেলাই করা পর আবার স্টেডিয়ামে ফিরেন সোহাগ।
আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার এড়াতে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতেও নামেন তিনি।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও বিভব সিংয় জানান, ডান হাতের বুড়ো আঙ্গুলে কেটে যাওয়ায় সোহাগের সেরে উঠতে সাত থেকে দশদিন সময় লাগবে। এশিয়া কাপে আর তিনি খেলতে পারবেন না।
চোট সমস্যা বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। ঘাড়ের চোটের কারণে টুর্নামেন্টে খেলতেই পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলার পরই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে মাশরাফি বন মুর্তজার। ওই কাঁধে চোট পেলেও আফগানিস্তানের বিপক্ষে খেলছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।