আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণার প্রতিফলন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগিং হজমের জন্য ক্ষতিকর। পাকিস্তানিদের এখনো যারা ধর্মের ভাই ভাবে তারা একটু কষ্ট করে এই স্ক্রিনশটের লেখাগুলা যেন পড়ে। যার মাধ্যমে বুঝা যায় বাঙালিদের ওরা কোন দৃষ্টিতে দেখে। ফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদকে ইচ্ছেকৃতভাবে আটকে দিয়েছিল পাকিস্তানের পেস বোলার আইজাজ চিমা এইজন্য ICC এর কাছে ৫ রান পেনল্টি চেয়ে যে আপিল করেছে BCB, সেই নিউজ পাকিস্তানের https://www.facebook.com/cricupdates পেজে ছাপার (এখন ঐ পোস্টটি সম্ভবত অপসারিত) পর ঐ পোস্টে পাকিস্তানীদের কমেন্টের কিছু অংশ। (সংগৃহীত) এছাড়াও আরো কমেন্ট আছে এই লিঙ্কে https://facebook.com/PKcricket ২৫শে মার্চ কালরাতে “অপারেশন সার্চলাইট” ও “অপারেশন বিগ বার্ড” পরিচালনার মাধ্যমে অমানুষগুলো খুন করছিলো লাখো বাঙালিকে।

সেই শোক ভুলে যারা এখনো মনে করে পাকিস্থান আমাদের ধর্মভ্রাতা, যারা এখনো সাধারণ মানুষের মনে পাকিপ্রীতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ভিত্তিহীন (বাংলাদেশকে উচ্চমাত্রায় প্রশংসাকারী) সংবাদ রচনা করছে, সেই সব কুলাঙ্গারদের মুখে থুথু মারি। আমার দৃষ্টিতে পাকিস্থান সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্র। এ ধারণাতে আমি অটল এবং কোন যুক্তিই এর কাছে বৃথা। স্বাধীনতার এই মাসে চাইনা আর কারো কোনো পাকিস্তানপ্রীতি, চাইনা কোনো ভারতপ্রীতি। এই দেশ আমার, এই মাঠি আমার, সবাই আমরা বাংলা মায়ের সন্তান।

কেনো, কিসের তাড়নায় আমরা সমর্থন করবো ঐসব ভন্ডদের নোংরা কূটনীতি?? যে পাকিস্তান এখনো ক্ষমা চাইলো না '৭১ এর সেই গনহত্যার, যারা এখনো আমাদের মুনাফেক নামে অভিহিত করে, কিসের প্রয়োজনে প্রীতি বাড়াবো সেইসব অমানুষদের প্রতি?? জানি এই কথাগুলোর সাথে সবাই পরিচিত, কিন্তু বিশ্বাস করুন, অন্তরের তীব্র ঘৃণার প্রতিফলন এই কথাগুলো। আর যাই করি না কেনো, হাজার প্রাণের দামে কেনা এই দেশের সেই সব শহীদদের সাথে তো আর বেইমানী করতে পারি না!! স্বাধীনতার মাসে শ্রদ্ধা জানাই সকল শহীদদের আত্মার প্রতি। তোমরা বেঁচে রইবে প্রতিটি বাঙালির হৃদয়ে চিরশ্রদ্ধা ও ভালোবাসায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।