আমার লেখা পড়ে.................. গত দিনে হেপাজতই ইসলাম বিবৃতি দিছে - ৫ও৬ মে রাইতে (রাইত ১২ টার পর যেহেতু, সেহেতু ৬ তারিখ হিসাব করা ভালো) আইন শৃংখলা বাহিনীর হাতে ২৫০০ নিহত আর ১০,০০০ নিখোজ ।
চরকারের হেই দিন রাইতে ইসলামিক টিভি ও দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ কইরা দিছিল (কেউ কেউ কয় তারা আসলে খবর না দেখাইয়া উল্টা পাল্টা প্রপোগন্ডা চালাইতেছিল) । কিন্তু তাগো কোন ক্যামিরাম্যানরে এরেস্ট কইরা ক্যামিরা কইড়া নিছে এমুন খবর কোনখানে আয়ে নাইক্কা । চরকার শাপলা চত্বর চাইর পাশ দিয়া ঘিরা টিভি ম্যানগোরে বাইরে পাডাইয়া দিছিল নিরাপত্তার লাইগা । চরকার ও টিভি ম্যানরা হেই কথাই কয় ।
হেরবাদে টিভি ম্যানরা পুলিশ বাইন্ডারির বাইরে লিরাপদে খাড়াইয়া কাম শুরু করে । একটা পিড়পাও হেগো ক্যামেরার তলে দিয়া যাইতে পারে নাই । মালাল্লাহ আমাগো দেশে টিভি ক্যামিরা ২৫-এর উপরে ।
তাইলে এত্তগুলান লাশ হরাইলো বা কুনো ক্যামিরায় দরা পইরল না , এমুন কি দিগন্ত বা ইসলামি টিফিতেও নয় । প্রত্রিকা ম্যানও কম আছিল না ।
তাই ঐ লাশগুলান কো?
আমরা দেখছি ক্যামিরার সম্মূখে- শহীদ হইতে আসা হেফাজতীরা কান ধইরা, কেউ বা আত দুইটা উপরে তুইল্লা বাইর অইয়া যাইতেছে । তাইলে আহেন এইবার বাকী ১০০০০ -এ । আপনেরা কইলেন ১০০০০ নিখুজ । আইচ্ছা এমুনওতো অইতে পারে- এর ভিত্তে গোপন একটা পেলান হইছে যেইটা বেবাক হেফাজতি এমুন কি বেবাক নেতাও জানেনা । পেলানটা দরেন যদি এমুন অয়-
চইলা গেছিল. তাগো বেশির ভাগই কোন একজুন এলাকা/থানা/জেলার নেতার আন্ডারে আইছিল ।
রওনাও দিছিলি হেই মত । বাট রাইতের আন্ধারে বাড়ী যাওনের পথে- এমন কয়েকজুন নেতা - হেগো বিশ্বাস্ত লোক দিয়া দলের এক গুরুপ-রে খুন কইরা হালাইয়া/গুম কইরালাইছে সরকাররে বেকায়দায় হালানোর লাইগ্গা । যুক্তিটা কিন্তু এক্কেরে ফেলনা না । অইলেও অইতে পারে নাকি কন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।