আমাদের কথা খুঁজে নিন

   

একছন মিয়ার চিঠি... হে.ফি (হে=হেলিক্পটার, ফি=শফি) কি ইয়াজিদেরই অনুসারী?

আমার লেখা পড়ে.................. মহানবী (সঃ)- এর প্রিয় দৌহিত্রকে ফোরাতের পাড়ে অবরোধ করে রাখছিল ইয়াজিদ । হে.ফি (হে=হেলিক্পটার, ফি=শফি) কি ইয়াজিদেরই অনুসারী? তা না হইলে ৫ তারিখ আমাগোরে অবরোধ করার ঘোষনা দিব কেন ? ঢাকায় বাস করা প্রায় ২ কোটি মানুষ কি অপরাধ করছে যে অবরোধ কইরা রাখতে হইবো? ইয়াজিদ বান্দর এমন করছিল ক্ষমতার লাইগা । শফি থুক্ক হে.ফি মিয়াও হেইডাই চায় । ইয়াজিদ-২০১৩ ওরফে হে.ফি সাবরা তাগো চেলা চামুন্ডাগোরে কইছে ৫ তারিখ শক্ত লাডি লইয়া ঢাকার রাস্তায় আওনের লাইগা । হেইদিন কিন্তু এরা লুটপাটও চালাইতে পারে ।

হেলিক্পটারের খরচতো কম না । ঢাকার মানুষের সম্পদ বিনষ্ট করতে পারে, রাস্তায় যে কোন কারণে হোক জরূরী রোগী নিয়ে, হোক কোন মহিলা ডাক্তার পাইলে মাইর দিতে পারে, দেওয়ার সম্ভবনাই বেশী । হেইদিন কি আপনি ঘরে বইসা আঙ্গুল চুষবেন । মনে রাইখেন ৫ তারিখ যদি হেরা ঘটনা ঘটাইতে পারে তাইলে ৬ তারিখে আপনার ঘরে ঢুইকা দাড়ি না রাখার অজুহাতে আপনারই আঙ্গুল আপনেরই পিছন দিয়া হান্দাইয়া দিব । বাচবেন না ভাই সব, ভাই সব ।

অহন আপনেই ঠিক করেন আপনে কি করবেন । সাহস দিবার জন্য একটা নিউজ দিলাম - ৩/৫/২০১৩ তারিখে হে.ফি সাবরা আহালে সূন্না ভাইজানগো ডরে সভা স্থগিত করছে । ঐখানে সভা করবো আহালে সূন্নার সদস্য, সমর্থকরা । আপনে কি করবেন ৫ তারিখ ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.