আমাদের কথা খুঁজে নিন

   

একছন মিয়ার চিঠি...

আমার লেখা পড়ে.................. একছন মিয়ার চিঠি... ডাক্তার সাবের মাইনে ইমরান মিয়া গণ জাগরণের মূখপাত্র হইয়া বেবাকরে জাতীয় পতাকা উড়াইতে কইছিল, বেবাক বাঙ্গালি উড়াইছিল । কেই হাত দিয়া উড়াই ছিল, কেউ বা উড়াই ছিল মন দিয়া । পেপার পত্রিকা টিভি টুভি এবং নিজ চক্ষু দুইটা দিয়া দেইখ্খা এমন বুঝছি । তখন ‍পিয়াস সাব, আসিফ সাব, কিছু সূশীল এবং বি এন পি এমন ম্যাতা ম্যাতি করছে যে কান-ঝালা পালা । তারা কইতে চায় হেদিন বেবাকতে পতাকা উড়াইয়া পতাকার অববাননা করছে ।

আরে অশিক্ষিতের দল বাংলাদেশীগো পতাকা বাংলাদেশীরা উড়াইছেেএকসাথে তাতে পতাকার কেমতে অসম্মান হইল? ম্যা ম্যা ম্যা, কানই ফিনিশ হইয়া যাইত । বেআক্কেল গুলা আরও মেতানো শুরু করছিল- ইমরান মিয়া কেডা? সে কি বঙ্গবন্ধু? সে কি সরকারের চেয়ে ক্ষমতাশালী কেউ? আরে ভোদড় পাগলারা ইমরান মিয়ারেতো আপনারইতো সব বানাইতাছেন । কি স্বার্থে এ কাম করতাছেন আপনেরাই জানবেন । ইমরান মিয়া হইল মূখপাত্র । মূখ পাত্র আর নেতা কি এক হইল? ইমরান মিয়া আরও ২০-জনের লগে বইয়া সবার সিন্ধান্ত জানে ।

তারপর যে দিকে মতামত বেশী ইমরান মিয়া হেইডাই কয় । আর ঐ ২০ জন কয় বাঙ্গালি যা কয় তা । কত যে রঙ্গু জানো যাদু । হেফাজত মিয়ারা তাগো সমাবেশে জাতীয় পতাকা দিয়া চান্দা তুলছে, জাতীয় পতাকা দিয়া হেলিক্পটারের ভাড়া খয়রাত লইছে । মহান জ্ঞানী ও দেশপ্রেমিক আফনাগোরে জিগাই অহন আপনাগো ঠোট বন্ধ কেন? নাকি ঠোট ব্যাস্ত সুরা আর সাকীতে? !!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.