আমার লেখা পড়ে.................. মওদুদ সাব এ দেশের অনেক কিছুই ছিলেন । প্রায় সবগুলো দলেই তিনি পদ ধুলি দিয়া জাতিকে সৌভাগ্যবান করেছেন ! !! এতকিছুর পরও তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবও হইতে পারেন নাই । এমনকি এখন যখন বিএনপির সব নেতা জেলে তখনও মওদুদ সাবরে দলীয় আনঅফিসিয়াল মুখপাত্র বানান নাই বেগম জিয়া । দুদুর মত লোকাল (কিন্তু কিছুটা পরিচিত) নেতারে তিনি ডেকে মুখপ্রাত্রের আসনে বসাইছেন তবুও মওদুদ সাবরে ডাকেন নাই । কেন ডাকেন নাই ?!
আমার আসল প্রসঙ্গ এইটা না।
বাঙ্গালীতো তাই একটু বেশী কথা কই । তয় খুব বেশী না । এখন যাই আসল প্রসঙ্গে ।
মওদুদ সাব কইলেন - সাভারের ক্ষতিগ্রস্তদের ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরন দেওয়া হবে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে । খুবই ভালো উদ্যোগ ।
তয় দুইটা কথা...
১) বর্তমান অবস্থায় সাভার ভিকটিমদের যে যা পারছে তেমন সাহায্য করেছেন । হত দরিদ্র একজন বৃদ্ধকে দেখলাম এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট স্যালাইন, এক বোতল পানি নিয়ে সলজ্জ মূখে সাহায্য করতে এসেছেন । (বৃদ্ধ লোকটি হত দরিদ্র কিন্তু আত্নিক ভাবে এত মানবিক, উদার, দায়িত্ববান পৃথিবীর আর কোন দেশে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে) । মওদুদ সাব সাভার ভিকটিমদের জন্য এ মুহুর্তে কি কি দিয়েছেন জানার বড় খায়েশ হইল ।
২) বিএনপি আমলে ভুরি ভুরি লঞ্চ ডুবির কথা আমাদের অল্প অল্প মনে আছে ।
ভোলায় কোকো লঞ্চ ডুবে মারা গেছিল ১৫০+ মেঘনায় মারা গেছিলিএক লঞ্চ ডুবিতেই প্রায় ৭০০-এর অধিক, । তখন আপনাদের দলীয় লোক এবং নৌ পরিবহন মন্ত্রী আকবর সাব ঘোষনা দিছিলেন সবাইরে একখানা কইরা ছাগল দেওয়ার (কোন রং-এর ছাগল দিবেন তা বলেন নাই) । আর তিনি যখন মেঘনার দুর্ঘটনা কবলিত এলাকায় যান তখন স্বজনের লাশের জন্য অপেক্ষমান মানুষদের উপর লাঠি চার্যের ঘটনা আমরা দেখেছি । আমার প্রশ্ন হইল তখনকার সময় মাত্র একটা ছাগল আর এখন ২০ লাখ টাকা?!! তখন যদি আপনারা ৫ লাখ করেও দিতেন , আজ বিশ্বাস করতে পারতাম আপনারা ক্ষমতায় গেলে ২০ লাখ টাকা করে দিবেন । মিয়া ফাইজলামী করেন ? মৃত মানুষ নিয়াও রাজনিতী ?!
আর মওদুদ সাবরে ফাকে দিয়া আরও এখখান কথা কই , আপনার জেলায় জেলায় গণতন্ত্র মঞ্চ গেঠনের কতদূর কি হইলো ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।