আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু ব্লগের ব্ল্যাক আউট (Blackout) রোগ

শামুক www.fb.com/shamuk.tk খেয়াল করছি কিছু কিছু ব্লগ যেমন আমার ব্লগ, স্বপ্নবাজ, সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগ আরো বেশ কিছু ব্লগ ব্ল্যাক আউট করেছে, তাদের ব্লগ বন্ধ রেখেছে। ছবি দিয়েছে "Muzzle Me Not" আমার মুখ বন্ধ করনা। কেন? সাধারণ বা খুব ভাল ব্লগার কে তো গ্রেফতার করা হয়নি। ভাল লিখলে কেউ তার বিরুদ্ধে বলে না, সবাই তাকে ভালবাসে, তার পোস্ট প্রিয়তে রাখে। আর কালপ্রিট ব্লগার হলে সাধারণ মানুষ যেমন পছন্দ করে না, তেমনই পুলিশও ধরে।

কিন্তু ঐসকল কালপ্রিট ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ ব্লগাররা এমন ভুল করছেন কেন? আসলে এটা হয়তো কিছু মাথা মোটা ব্লগারের পরামর্শে ভুল করতেছে সব ব্লগ এ্যাডমিন। আপনারা ছবি তৈরি করেছে "Muzzle Me Not" "আমার মুখ বন্ধ করোনা" আবার আপনারা নিজেরাই ব্ল্যকআউট করে নিজেরাই নিজেদের মুখ বন্ধ করে রেখেছেন। এটা কেমন হলো? ব্লগ চালু রেখে স্টিকি করে রাখুন Muzzle Me Not নামক একটি পোস্ট। নয়তো সাধারণ মানুষের মত আমরাও হাসবো। গ্রেপ্তার করা হয়ছে আসামীদের।

আর বাকি অনেক ভাল ভাল ব্লগারদের মুখ তো আপনারাই বন্ধ করে রেখেছেন। মুখ খুলে দিন। আর ভুল করবেন না। ব্ল্যাকআউট করে নিজেদের মুখ নিজেরাই বন্ধ রেখে আবার বলছেন Muzzle Me Not. হাসি পায়, হাসি পায়  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.