এশিয়া কাপ জয় করে দেশে ফিরেই করাচি বিমানবন্দরে ভক্তদের ওপর চড়াও হলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শুক্রবার রাতে স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, গোলাপী টি শার্ট পরিহিত আফ্রিদী ধাক্কা দিয়ে এক যুবককে মাটিতে ফেলে দিচ্ছেন এবং তারপর চড় কষাচ্ছেন।
এর কিছুক্ষণ আগেই বিমান থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে এশিয়া কাপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপজয়ী এই দলের ছয় সদস্য শুক্রবার রাতে বাংলাদেশ থেকে করাচিতে ফেরেন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ভক্তরা হাত মেলাতে ও অটোগ্রাফ নিতে ক্রিকেটারদের ঘিরে ধরার পর হঠাৎ ক্ষেপে ওঠেন আফ্রিদী।
তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গাড়ির দিকে এগোতে থাকেন তিনি। এরপর উল্টো ঘুরে এক যুবকের ওপর চড়াও হন।
তাকে ধাক্কা দিয়ে ও চড় মেরে আরেকজনের দিকে আঙুল তোলার পর আফ্রিদীকে সরিয়ে নিয়ে যান তার ভাই।
এই অঘটনের পর আফ্রিদী সাংবাদিকদের বলেন, অটোগ্রাফ নিতে আসা ভক্তদের ধাক্কাধাক্কিতে তার মেয়ে আজওয়া মাটিতে পড়ে যায়। আর এতেই তিনি মেজাজ হারান।
“আমি জানি, কাজটা ঠিক হয়নি। আমার রাগ সামলানো উচিৎ ছিল”, বলেন আফ্রিদী।
“কিন্তু যখন দেখলাম, আমার বাচ্চা মেয়েটা পড়ে গেল, আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। ”
এই মেজাজের কারণেই ৩২ বছর বয়সী আফ্রিদীকে তার ক্রিকেট জীবনে দুই দফা নিষিদ্ধ হতে হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।