আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভে ফাইল কপি পেস্টের গতি বাড়িয়ে নিন

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নানা কারণে আমরা কম্পিউটার থেকে পেনড্রাইভে ফাইল কপি করে থাকি। অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ফাইল কপি করার প্রক্রিয়া খুব ধীরগতিতে সম্পন্ন হয়। অনেকে কপি-পেস্টের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন।

তবে আপনি ইচ্ছে করলে সফটওয়্যার ছাড়াই কপি-পেস্টের প্রক্রিয়া দ্রুততর করতে পারেন। এ জন্য প্রথমে My Computer-এ ডানে ক্লিক করে Properties অপশনে যান। এখন Hardware ট্যাব থেকে Device Manager অপশনে যান। এরপর Ports (Com & LPT) থেকে Communications port (COM1) অপশনে দুই ক্লিক দিন। এখন Port Settings থেকে Bits per second হিসেবে সর্বোচ্চ বিট 128000 নির্বাচন করুন।

এরপর Flow Control অপশন থেকে hardware নির্বাচন করে OK দিন। এরপর পিসি রিস্টার্ট দিন। এখন পেনড্রাইভে কপি-পেস্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুততর হবে। collected from pchelpline bd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.