শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...
ভয়ানক চিপায় পরছি!
নতুন ৫০০জিবি হার্ডডিস্ক জ্বলে গেছে কেনার ১সপ্তাহের মাথায়। পুরোনো ৮০জিবি স্যামস্যাংটার ব্যাডসেক্টর বাদে ব্যাবহার করার মত জায়গা আছে ৩৫জিবি। তাও নিজের কিছু ফাইলপত্রে ভর্তি। নতুন কেনার পয়সা নাই, ওয়ারেন্টি গেছে, সারানোর জন্য ৫০০জিবির সার্কিট পাচ্ছি না।
ভাবতেছি, যদি পেনড্রাইভে কোন ভাবে অপারেটিং সিস্টেম সেটাপ দেয়া যেতো! উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক যেটাই হোক। অথবা লাইভ ডিভিডি টাইপ কিছু!
এটা কি সম্ভব? টেকি ভাইয়েরা, প্লিজ হেল্পান?
নইলে হাত-পা ধুয়ে ঘরে বইসা থাকা রাস্তা নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।