অনেক সময় দেখা যায় পেনড্রাইভ এর প্রোপার্টিজ এ ডেটা শো করছে, কিন্তু আপনি ফাইল খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন? খুবই সহজ। ধাপে ধাপে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।
ধরে নিচ্ছি আপনি পেনড্রাইভ ফরম্যাট দেন নি এবং আপনার ফাইলগুলো হিডেন মুডে নেই।
ক্লিক করুন "Start" -->Run--> টাইপ করুন cmd এরপর OK করুন।
ধরুন আপনার pendrive এর নাম g, এখন নিচের command দিনঃ
attrib -h -r -s /s /d g:\*.*
নোট: আপনার ফ্ল্যাশ / পেনড্রাইভের নামের সঙ্গে g প্রতিস্থাপন করুন
মাউসের Right বাটন Click করে সিলেক্ট করুন (Select All)। তারপর সেভ করুন (Ctrl+S)।
এবার পেনড্রাইভ এ আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলো চেক করে দেখুন। আশা করি পেয়ে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।