দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
তরমুজ উচ্চ রক্তচাপ কমিয়ে আনতে ভূমিকা রাখে। নিয়মিত এটি খেলে হার্টের সুরক্ষা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কয়েকজন গবেষক এটি জানিয়েছেন। ফলটিতে এক ধরনের প্রাকৃতিক উপাদান লক্ষণীয়, যা রক্তনালী থেকে রক্তের দ্রুত বিস্তার ঘটায়। এর ফলে হার্ট সহজেই শরীর জুড়ে রক্ত সরবরাহ করতে পারে।
গবেষণায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবী ছয় সপ্তাহ ধরে নিয়মিত তরমুজ খায়। এর ফলে দেখা যায়, তার হার্টের বেশ উন্নতি হয়েছে। হৃদরোগের জন্য নিয়মিত ওষুধসেবীদের তুলনায় তার উন্নতি লক্ষণীয় ছিল। গবেষণায় আরও বলা হয়েছে, ব্রিটেনের হৃদরোগীদের প্রায় অর্ধেক উচ্চ রক্তচাপ থেকে হয়েছে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সেখানকার রোগীদের তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জার্নাল অব হাইপারটেনশনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সূত্র এএনআই।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।