" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "
বাঘের সঙ্গে লড়াই করে ছোট ভাই আইয়ুব আলীকে বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছেন বড় ভাই বিল্লাল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার পশ্চিম সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর মনোষা ভেটেপাড়া এলাকায়।
গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিল্লাল হোসেন জানান, সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে সকালে ছোট ভাই আইয়ুব আলীকে সঙ্গে নিয়ে তাঁরা সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। বেলা ১১টার দিকে তাঁরা আড়পাঙ্গাশিয়া নদীর মনোষা ভেটেপাড়া এলাকায় বনের পাশ ঘেঁষে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন।
এ সময় একটি বাঘ লাফিয়ে নৌকায় ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঘটি আইয়ুব আলীকে আক্রমণ করে। এ সময় তিনি নৌকার অন্য প্রান্ত থেকে বৈঠা দিয়ে বাঘটিকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে বৈঠা ভেঙে যায়। এরপর তিনি নৌকায় থাকা কুড়াল দিয়ে বাঘের শরীরে আঘাত করতে থাকেন।
একপর্যায়ে বাঘটি শিকার ছেড়ে দ্রুত বনের মধ্যে চলে যায়। বাঘের থাবায় আইয়ুব আলীর হাত, মুখ ও মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। আজ বিকেল চারটার দিকে তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু মুছা জানান, দুর্ঘটনার অনেক পর আহত আইয়ুব আলীকে হাসপাতালে নিয়ে আসায় তাঁর শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। হাতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিল্লাল ও তাঁর ভাই বনের অনুমতি (পাস) নিয়ে গিয়েছিলেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। কাঁকড়া ধরতে যাওয়ার কথা বললেও তাঁরা মূলত চুরি করে মধু সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুএ:এখানে যান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।