আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানি সেলিম ভাইকে ভোট দিন‌-২

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! জিআইএসটির বিজ্ঞানী প্রতিযোগিতায় আমাদের সেলিম ভাইকে ভোট দেবার জন্য গতকাল রাতে একটি পোস্ট দিয়েছি। পোস্টটি দেখা যাবে এখানে কাল রাত থেকে আজ একন পর্যন্ত ১৩৩ ভোট যোগাড় হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেলিম ভাই‌এর মোট হাজার খানেক ভোট দরকার। মানে আর প্রায় ৬০০ এর মতো।

তবে, আমি ভোট চাচ্ছি বলেই ভোট দিবে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। পুরো ব্যাপারটা বুঝে তবে আপনার সমর্থন দিলে ভাল হয়। অনেকে মনে করেন প্রযুক্তির ব্যাপারে ভোটাভুটির দরকার কি। আসলে এখানে প্রযুক্তির যে ব্যাপার সেটার প্রাথমিক মূল্যায়ন হয়ে গেছে এবং সেলিম ভাই‌এর প্রজেক্ট সেটা পাস করেছে। জিআইএসটি প্রতুযোগিতায় শেষ পর্যন্ত যারা বিজয়ী হবে তাদের পণ্যের কমার্শিয়ালাইজেশনে সহযোগিতা করবে।

কমার্শিয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মার্কেটিং এবং এখনকার দুনিয়ায় ইন্টারনেট মার্কেটিং। কাজে এখন পণ্য নিয়ে টিকে থাকতে হলে ইন্টারনেটে টিকতে হবে। সেলিম ভাইকেও প্রমাণ করতে হবে ইন্টারনেট মার্কেটিং‌এর ব্যাপারটাতে তিনি আছেন। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ২৫ জন টিকবে যারা ইস্তাম্বুলে যাবেন। সেখানে আরো কয়েকধাপ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ইত্যাদি হবে।

তারপর দেশে ফিরে হবে আসল কাজ। আমরা বরং এই লড়াই‌এ সেলিম ভাই‌এর সঙ্গে থাকি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.