আমি আমার দেশকে ভালবাসি। দেশের জন্য কাজ করতে চাই। লিখতে চাই মানুষ ও মানবতার জন্য। স্কুলে শিখেছি “সংসার সুখি হয় রমনীর গুনে” আমার সংসার কি সুখের?
সক্রেটিস বলেছেন “নিজকে জান” আসুন আমরা নিজকে জানি স্রষ্টাকে মানি।
গান শুনি “ভাইয়ে ভাইয়ে দ্বন্ধ করে দাও বন্ধ-ভাই ছাড়া তোমার জীবন হয়ে যাবে অন্ধ” আলোকিত জীবন গড়ি।
“বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি” আমরা পারের কান্ডারী।
“জ্ঞান অর্জনের জন্য সূদুর চীনে যাও” জ্ঞান অর্জন করব ইহকাল ও পরকালের জন্য।
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে - কথায় না বড় হয়ে কজে বড় হবে” আমি কি ছেলে?
ছোটবেলায় স্যার বলেছিল “একতাই বল” আমারা কি একত্রিত হতে পারিনা?
ছড়ায় শিখেছি “নীজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে” আশে পাশে অনেক অনাহারীর মুখ।
“মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” সেই মানুষের আচরন কেন হয় বন্য?
“সবার মাঝে বিলিয়ে দিলে ভালবাসা- মানুষ মরলেও, বেচেঁ থাকবে আশা”
“হাজার পথ মতের ভীড়ে- চল যাই শান্তির নীড়ে” আমি পথ প্রদর্শক হতে চাই।
“আমরা সবাই ভাই ভাই-সালাম দিতে বিভেদ নাই” অর্থ বুঝে সালাম দেই কি?
“অন্যের লাগান গাছে অক্সিজেন পাই-নিজের লাগান গাছ নাই!?” আসুন ফলজ গাছ লাগাই।
আমি তুমি ছিলাম মা বাবার আশ্রমে- তারা কেন আজ বৃদ্ধাশ্রমে?
“আমি, তুমি সকলে আমরা মানুষ” আমরা কি মানুষের মত ব্যাবহার করি?
বিভেদের দেয়াল ভেঙ্গে গড়ব সেতু কবে? ভালবাসা বিলিয়ে দিলেই শান্তি আসবে ভবে।
আমি অধম তাই বলে কি তুমি উত্তম হবে না?
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি-সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” চলার পথ চিনেছি কি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।