আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
সকলে একা রাতে দিনে
মনে মনে সকলেরই শূন্যতা। বিশ্বাস
অবিশ্বাসের দোটানায় যেভাবে
দোলে বুড়িগঙ্গার বোঝাই মালি ডিঙ্গা।
প্রতিদিনকার জীবনে ঠিক সেভাবেই
ঘনহিসেবি আত্বা ফুকে মারাত্মক শিঙ্গা।
কেবলি ভালবাসা, সংসার ও সর্ম্পকে
মোবাইল -ইমেইলের আনাগোনা। কেবলি
তারে তারে সংযোগের জানাশোনা, রাতে দিনে
কেবলি পাশাপাশি হাটাহাটির মিছে বাহানা। মনে
মনে শুধুই মরুভুমির সামিয়ানা। ধু ধু বালিয়াড়ী
আত্ব্যায় মরিচীকার কানিকানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।