প্রবাস জীবনেও দেশের মাটি আর মানুষের খোজে থাকি। কিন্তু যখন চারপাশে তাকাই তখন শুধু দেখি ধূসর মরুভূমি আর উত্তপ্ত বালুপথ । আমার মনে হয় শাহরিয়ার কবির এর জামাত ফোবিয়া নামক disease হইছে। অন্তত আজকে একটা টক শো দেখে আমার তাই মনে হইলো। যেখানে হেফাজত ইসলামির আলেমটা বারবার বলতেছে কাউমীরা বা তারা জামাতের বিরুদ্ধে সেখানে শাহরিয়ার কবিরের কথা হলো হেফাজত ইসলামি সমাবেশ করার এত টাকা কই পাইল ? মানে তারা জামাত থেকে টাকা নিছে এবং তাদের ছত্রছায়ায় সমাবেশ করতেছে। আমার কথা হলো কাউমীওলাদের ব্যাপারে ওনার কোন ধারনাই নাই। ২০ মাইল বা ৩০ মাইল পথ হাইটা যারা সমাবেশে আসছে তারা টাকা বা বিরানীর লোভে আশে নাই। তারা সমাবেশ করার জণ্যই আসছে এবং শান্তিপূর্ন ভাবে চইলাও গেছে। তাই যাকে তাকে জোড় কইরা জামাত বানানো বন্ধ করুন এবং দেশটারে বাচান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।