যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
একটু লক্ষ্য করে দেখবেন - শেখ মুজিবকে যারা মেরেছে তারা মুক্তিযোদ্ধা - যারা জিয়াকে মেরেছে ওরাও মুক্তিযোদ্ধা - জিয়ার মৃত্যুর জন্যে প্রহসনে যাদের মারা হয় ওরাও মুক্তিযুদ্ধা - আবার খালেদ মোশাররফও মুক্তিযোদ্ধা - তেমনি তাহেরও।
বেচেঁ আছে কে? এরশাদ আর পাকিস্থানী ফেরত সেনা কর্মকর্তারা।
কেন?
আমাদের বিভ্রান্ত করে আমাদের দিয়েই আমাদের নির্মূল করে ওরা নিজেদের রাস্তা পরিষ্কার করছে।
শাহরিয়ার কবিরে সবচেয়ে বড় অপরাধ উনি নিজে মুক্তিযুদ্ধা এবং এখনও কারো কাছে মাথা বিক্রি করে নাই..এখনও যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে সোচচার।
এখন সময় আছে - আমাদের ভুলগুলো শুধরাতে হবে।
বিগত ৩৭ বছরে একে একে অনেক হারিয়েছি..আর না। শয়তানদের ছলচাতুরীতে আর বিভ্রান্ত হবো না।
-------------
আরেকটা প্রশ্ন - এই সরকারের ভিতর কারা আছে - মোটামুটি আমরা ধারনা করতে পারছি। ব্লগে একটা ভিডিও পোষ্ট করা হয়েছিল - যাতে দেখা গেছে একজন উপদেষ্টা শিবিরের সন্মেলনে প্রধান অতিথির আসনে। সুতরাং তারই পত্রিকাতে শাহরিয়ার কবিরদের বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা কি কোন বিষ্ময় হতে পারে?
যদি এতো জটিল তথ্য গোয়েন্দারা পেয়েই থাকে - তাহলে ছাত্রদলের সভাপতিকে কেন রিমান্ডে নিলো? তাহলে কি ছাত্রদলও ভারতের এজেন্ট - যারা শাহরিয়ার কবির বা জয়নাল হাজারী বা হাজী সেলিমের নির্দেশে চলে।
একমাত্র চরম গাজাঁখোর না হলে এই ধরনের কথা কেহ কি বলতে পারে। শাহরিয়ার কবিরে জায়গায় শিক্ষকরা কেন রিমান্ডে?
সবশেষ -
জামাত/শিবিরের প্রপাগান্ডায় কান না দেবার জন্যে সবার প্রতি অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।