অন্যায়ের প্রতিবাদ করার মত সাহস নেই। কোন অন্যায় দেখলে তাই দাপিয়ে বেড়াই, নিজেই নিজের সাথে। । জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। খেলার সামান্য হার-জিতও আমাদের করে তোলে আবেগ তাড়িত।
জিতে গেলে প্রবল আনন্দের ভাবাবেগে আমরা হই উদ্বেলিত , আর হারলে তো কথাই নেই, নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে আমরা হই মর্মাহত।
আজকের বাংলাদেশ-পাকিস্তান খেলাটা আমাদের জন্য সাধারণ কোন খেলা ছিল না, ছিল খেলার চেয়েও যেন কিছু বেশি। সেই খেলায় সামান্য ২রানের জন্য হার যেন গিয়ে আঘাত করেছে আমাদের মর্মমূলে, যেন কেড়ে নিয়েছে আমাদের রাতের ঘুম। কিন্তু তাই বলে কি আমরা আমাদের টিমের সমর্থন করা বাদ দিয়ে দিব? কিনবা আঘাত হানবো প্রতিপক্ষের উপর ? অথচ আমাদের মধ্যেই এমন কিছু উগ্র সমর্থক আছেন, যারা হয়তো আগ্রহের আতিশয্যে, ঢিল মেরে বসতে পারেন পাকিস্তান টিমের বাসে অথবা হামলা চালাতে পারেন শাহাদাত-নাজিমদের বাড়িতে। প্লীজ একটা কথা মনে রাখুন, ইচ্ছে করে কেউ খা রাপ খেলেনা।
আর আপনাকে অই সময়ে মাঠে নামিয়ে দিলে, আপ্নিও হয়তো এর চেয়ে ভালো খেলতে পারতেননা ।
নিজেকে মাথা-গরম প্রমাণ করার দরকার নেই। আবাগের তোড়ে হয়তো আমরা ততক্ষণাত বাজে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। even আমি নিজেও শাহাদাতএর ওভারের পর শাহাদাত কে লক্ষ্য করে বাজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এখন নিজেরি খারাপ লাগছে। সে নিশচই ইচ্ছা করে খারাপ খেলে নাই।
তার নিজেরি বা এখন কেমন লাগছে, যখনই সে চিন্তা করছে, তার অই ১৯রানের একটু কম হলেই তো দল্টা জিতে যায়। যাই হোক শাহাদাতের গুণকীর্তণ করার জন্য এখানে আসি নি।
প্রাইজ গিভিং সেরেমনি’র আগে টিভিতে যখন দেখাচ্ছিল, সাকিবকে জড়িয়ে মুশফিকের কান্না, কিনবা চোখের জল মুছতে থাকা তামিমের ছবি, তখন কিভাবে নিজের দুচোখ বেয়ে ফোটা ফোটা চোখের জল গড়িয়ে পড়েছে টেরও পাইনি।
,
কিন্তু আজকের এই না পাওয়াটাই কি সব? এখানেই কি সব শেষ....? অবশ্যই না..... এটা তো কেবল শুরু.....আর যা পেয়েছি তাই বা কম কিসে???
আমরা এখন ঘোষনা দিয়া মাঠে যুদ্ধ করি... শেষ ওভার, শেষ বল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। সেই যুদ্ধে কখনো হেরে যাই.... কখনো জিতে যাই।
কিন্তু, আগের মতো সহজে মাঠ ছেড়ে দেই না..... আর এটাই আমাদের পাওনা..... ফিনিক্সের মতো ধ্বংসস্তুপ থেকে আবার জেগে উঠবে টিম টাইগার্স.....
কে জানে, বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের শুরুটা বোধহয় হয়ে গেল এই টুর্নামেন্ট থেকেই। না পাওয়ার বেদনাতে যেটা থেকে যাচ্ছে বিমূর্ত। অপেক্ষায় রইলাম সেই অগ্নি-স্ফূলিঙ্গের এক জ্বলন্ত সাক্ষী হয়ে থাকার প্রতিক্ষায় ......... বাংলাদেশের সমর্থক আছি, থাকবো ...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।