We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
গতকাল আমার জীবনের একটা ঘটনা লিখে পোস্ট করেছিলাম। পোস্ট করার পর কিছু আড্ডা হয়েছিল এবং আমি কাজে চলে গিয়েছিলাম। অদ্য আমার ঠাণ্ডা লেগেছে, শরীর তেমন ভালো নয়, তবুও কাজে গিয়েছিলাম। ঘরেতো প্রায় ১০ বছর বসেছিলাম, বেকার। তাই জানি ঘরে বসে থাকার চেয়ে কাজে গেলে সময় আরামে কাটবে।
যাক রাতে বাসায় এসে ভাইকে একটা ছবি দিতে হয়েছিল 'LOGO, ব্যবসার জন্য। তাকে ওটা দিতে গিয়ে CS 5 ইনস্টল করতে হয়েছিল। যাক মেইল করে ব্লগে এসে আমি হতবাক। প্রায় ২ শর উপরে হিট। একটু আগে ব্লগে এসে আমি সত্যিই অবাক এবং আবেগপ্রবণ হয়েছি, হবার কারণ সেই পোস্টটি "৩১১বার পঠিত"।
আমি হিটের জন্য লিখি না, কিন্তু আমার সে পোস্টটা একটা গল্পের মত ছিল এবং আমি একজন সাধারণ লেখক। একজন লেখকের জন্য এটা কত বড় পাওয়া তা শুধু লেখকই বুঝে।
ব্লগে তাহলে অনেক পাঠক আছেন? আমিতো ব্লগিং প্রায় ছেড়েই দিয়েছিলাম। গতকাল ইউনুস খান ভাই বলেছিলেন নিয়মিত হবার জন্য। উনাকে কথা দিয়েছিলাম এবং একটা বাস্তব ঘটনা লিখে পোস্ট করেছিলাম।
সা ইনে প্রথম যখন এসেছিলাম তখন অনেক বন্ধু ছিলেন, এবং এক বন্ধু আমাকে বলেছিলেন সা ইনে লেখার জন্য। সেই থেকে শুরু করেছিলাম। পরে উল্টাপাল্টা শুরু হলে বাদ দিয়েছিলাম। আবার শুরু করব কি না চিন্তা করছি।
আপনারা যদি পড়েন তা হলে আবার শুরু করব।
কি করব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।